উদ্বোধনের আগেই সাগরে বিলীন ৫ কোটি টাকায় নির্মিত কুয়াকাটা মেরিন ড্রাইভ

নির্মাণকাজ প্রায় শেষ হলেও উদ্বোধনের আগেই পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে প্রায় ২ কিলোমিটার নির্মাণাধীন মেরিন ড্রাইভ ভেঙে গেছে। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরের ঢেউয়ের ধাক্কায় মেরিন ড্রাইভটির তিন-চার স্থান থেকে অনেকাংশ ডেউয়ের তোরে সমুদ্র গর্ভে চলে যায়। মেরিন ড্রাইভ রক্ষায় গাইডওয়াল, ওয়াকওয়ে ভেঙে পড়েছে।
জানা যায়, ২০২৪ সালে ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে পর্যটকদের সুবিধা ও কুয়াকাটা সৈকতের সৌন্দর্য রক্ষায় মেরিন ড্রাইভের আদলে ২ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ হাতে নেয় কুয়াকাটা পৌরসভা।

তবে কাজের মান নিয়ে স্থানীয় অনেকের রয়েছে অনিয়মের অভিযোগ।
স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম জানান, 'আমাদের চোখের সামনে জনগণের কোটি টাকা আত্মসাৎ হচ্ছে। নামে মাত্র মেরিন ড্রাইভ, যেখানে নেই কোনো রড, নেই টেকসই কোনো গাইড ওয়াল। কোনোমতে নামে মেরিন ড্রাইভ করায় এটি ভেঙে পড়েছে। এর থেকে আরও বড় ও ঝুঁকিপূর্ণ ঢেউ সামনে হবে। কারণ প্রতি বর্ষায়ই সমুদ্র এমন আগ্রাসী রুপ ধারণ করে এবং উপকূলের অনেক ক্ষতি হয়।'

মিজানুর রহমান নামের স্থানীয় বাসিন্দা জানান, 'মেরিন ড্রাইভের কাজের নামে হরিলুট হয়েছে। নামেমাত্র ভাল হচ্ছে বললে আসলে কী কাজ করেছে তা এখন স্পষ্ট। আমাদের দাবি কুয়াকাটা সৈকত রক্ষায় এই ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসইভাবে কাজ করার।'
এসব বিষয়ে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদিকে মুঠোফোনে পাওয়া যায়নি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, 'সড়ক নির্মাণকারী প্রতিষ্ঠানের বিল ও জামানত জমা আছে। রাস্তার ক্ষতিপূরণ আদায় করে ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'এ বিষয় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।'