ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) আজ (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার জন্য ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
বিএমডির সতর্কবার্তায় বলা হয়েছে, ভারতের দক্ষিণ বিহার ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অঞ্চল ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে লঘু নিম্নচাপে পরিণত হয়েছে।
বিএমডি জানিয়েছে, এই তিন বিভাগের বিভিন্ন স্থানে ভারী (২৪ ঘন্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘন্টায় ৮৮ মিলিমিটাররের বেশি) বৃষ্টি হতে পারে।
