ঈদে জোড়া সিনেমা সালমানের
করোনাভাইরাস পরিস্থিতির জেরে শুটিং ও মুক্তি পিছিয়ে গিয়েছে বলিউড তারকা সালমান খানের তিনটি ছবির। এরইমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা অনুসারে, গত ১ ফেব্রুয়ারি থেকে দেশটির সমস্ত সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক হাজির থাকতে পারছেন।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়- সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্সে ১০০ শতাংশ দর্শকাসন পূর্ণ করা যাবে। যার জেরে চেনা ছন্দে ফিরতে চলেছে দেশটির মাল্টিপ্লেক্স ও সিনেমা হলগুলো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং সালমান। তার কথায়, সিনেমা হল না বাঁচলে তাদের পক্ষেও টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
'ভাইজান'খ্যাত এই অভিনেতা আরও বলেন, 'প্রেক্ষাগৃহগুলো যেন কবরখানার মতো দাঁড়িয়ে রয়েছে। আর্থিক কারণে অনেকেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন সিনেমা হল। এটা ভালো লক্ষণ নয়। এটা আমাদের রুজিরুটি। আমরা পরস্পরের ওপর নির্ভরশীল। হল বন্ধ হয়ে গেলে আমাদের ছবিগুলো কোথায় দেখাব?'
তিনি ঘোষণা দিয়েছিলেন, এই বছর ঈদে মুক্তি পাচ্ছে তার ছবি 'রাধে'।
তবে কেন্দ্রের নয়া নির্দেশ অনুসারে আপাতত স্বস্তিতে হলমালিকরা। বিনোদন জগতে অনেকটা ক্ষতি সামলে ওঠার কথা মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে সালমানের ছবি 'কাভি ঈদ কাভি দিওয়ালি' এবং 'অন্তিম'-এর শুটিংয়ের কাজও প্রায় শেষ করে ফেলেছে গোটা টিম। যার জেরে অনেকটা আশার আলো দেখছেন সিনে-ব্যবসায়ীরা।
