ইইজি রিপোর্ট ভালো, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সৌমিত্র

আগের চেয়ে অনেকখানি ভালো আছেন ভারতীয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা মুক্ত হওয়ার পর থেকেই চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন ৮৫ বছর বয়সী এই অভিনেতা। শনিবার সকালে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। এখন তার তন্দ্রাচ্ছন্নভাব অনেকটাই কেটেছে।
জানা যায়, শুক্রবার রাতে অক্সিজেন সাপোর্ট ছাড়াই ভালো ঘুমিয়েছেন সৌমিত্র। তার অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা স্বাভাবিক।
সূত্রের খবর, ফুসফুসের সক্রিয়তা আগের চেয়ে বেশ খানিকটা বেড়েছে, সঙ্গে রেচন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে প্রবীণ অভিনেতার। ইইজি রিপোর্টও মোটের ওপর ভালো, জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।
এর আগে, গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত সৌমিত্র ভর্তি হন বেলেভিউ হাসপাতালে। শুরুর দিকে তার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ৯ তারিখ তা আচমকাই বিগড়ে যায়। এরপর আইটিইউতে স্থানান্তরিত করতে হয় তাকে।
গত বুধবার সৌমিত্রের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আপতত নন-কোভিড আইটিইউতে রাখা হয়েছে তাকে। এর পর থেকে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল; অবনতির কোনো লক্ষণ দেখা যায়নি। মস্তিষ্কের সংক্রমণ অনেকখানি নিয়ন্ত্রণে। এক কথায়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। শরীরে নতুন করে কোনোরকম সংক্রমণ দেখা দিচ্ছে না।
আপতত আইটিইউতে থাকলেও চিকিৎসকরা আশাবাদী, এনসেফেলোপ্যাথির প্রভাব কিছুটা কমলে তাকে শিগগিরই সাধারণ বেডে স্থানান্তরিত করা হবে।
- নোট: শিরোনাম, ভাষা ও বাক্যবিন্যাস কিঞ্চিৎ পরিবর্তিত