অসুস্থতার সময় কীভাবে পাশে দাঁড়িয়েছিলেন ‘দেবদূত’ সালমন, জানালেন রেমো ডিসুজা
গত ১১ ডিসেম্বর আচমকা হৃদরোগে আক্রান্ত হন বলিউডে খ্যাতনামা কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা। সেই ভয়ঙ্কর দিনের অভিজ্ঞতা স্মরণ করে আজও শিউরে উঠছেন রেমো। তিনি জানান, সেদিন তিনি জিমে গিয়েছিলেন। কিন্তু আচমকাই অসুস্থতা বোধ করেন। এরপরই তিনি জিম না করে বাড়ি ফিরে আসেন স্ত্রী-র সঙ্গে।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তিনি লিফটে করে ওপরে ওঠার সময় বোতাম টিপেই মাটিতে বসে পড়েন। যখনই তিনি লিফট থেকে বেরান তিনি কাশতে শুরু করেন। লিজেল তার স্মার্ট ওয়াচের দিকে তাকিয়ে দেখেন, সেখানে তার হৃদস্পন্দন দেখা যাচ্ছে। তার স্মার্ট ওয়াচ সাড়া দিচ্ছে। লিজেল তাকে জিজ্ঞেস করেন, 'তুমি কি সুস্থ আছো?'
রেমো জানান, সেই সময়ের যন্ত্রণাটা এর আগে তিনি কখনো অনুভব করেননি। হাসপাতালে পৌঁছতোই চিকিৎসক জানান, তার মেজর হার্ট অ্যাটাক হয়েছে।
সালমন খান প্রসঙ্গে রেমো বলেন, ভাইজানকে 'দেবদূত বলতে পারেন অথবা সোনার হৃদয়ের মানুষ' বলতে পারেন। তিনি সালমনের সঙ্গে কাজ করেছেন এবং তিনি মনে করে সালমন একপ্রকার রত্ন। তিনি আরও বলেন, তার স্ত্রী এবং সালমন খুব ভালো বন্ধু। তিনি যখনই অসুস্থ হয় পড়েন, লিজেল সঙ্গে সঙ্গে সালমনকে ফোন করেন। যে ৬ দিন তিনি হাসপাতালে ছিলেন, সালমন তার প্রতি নজর রেখেছিলেন। এমনকি ডাক্তারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথাও বলেছেন। রেমোর অসুস্থতায় পাশে থাকার জন্য লিজেলও সালমন খানকে ধন্যবাদও জানিয়েছেন।
রেমো বলেন জানিয়েছেন, তার হৃদপিণ্ডের ডানদিকের আটারি ১০০ শতাংশ ব্লকেজ হয়েছে। সাধারণ মানুষের ক্ষেত্রে হৃদযন্ত্র ৫৫ শতাংশ কাজ করে। কিন্তু তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তার হৃদযন্ত্র ২৫ শতাংশ কাজ করছিল। এটা কী করে তার সঙ্গে হলো? নিজেই জানেন না জাতীয় পুরস্কারজয়ী এই কোরিওগ্রাফার।
তিনি বলেন, সময় মতো তিনি তার বডির চেপ আপ করাতেন। এটা সম্ভবত বংশগত অথবা কাজের চাপে ঘটতে পারে বলে তিনি মনে করছেন।
