আমাদের ইভিএম বিশ্বসেরা: নির্বাচন কমিশনার

বাংলাদেশে ব্যবহৃত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সারা বিশ্বের সেরা- এমনই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আনিসুর রহমান।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মাদারীপুরে এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি বলেন, ইভিএমকে নিয়ে ভুল ধারণা, এর মাধ্যমে কারচুপি করা যেতে পারে এমন ধারণা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
তিনি বলেন, "মানুষ ইভিএম নিয়ে অনেক কথা বলে। আমরা শিগগিরই এ বিষয়ে দেশের ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বসব।"
সকল পর্যায়ের নির্বাচন অফিসারদের অফিসে ইভিএম রাখার নির্দেশনা দিয়ে তিনি বলেন, "আপনারা অফিসে ইভিএম রাখবেন, যাতে করে মানুষ সেটা দেখতে পারে, কীভাবে ভোট প্রয়োগ করতে হয়।"
"আমাদের ইভিএমের মতো সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই," বলেন তিনি।
আনিছুর রহমান আরও বলেন, 'বাংলাদেশের রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছেন। তাদেরও আমরা আমাদের মেশিন দেখাব। ইভিএম তাদের হাতে ছেড়ে দেব, দেখান কোথায় ভুল আছে?
"কোন মেশিন কোথায় যাচ্ছে, কেউ জানে না। ইভিএমের কোনো ভুলত্রুটি যদি কেউ ধরতে পারেন, তার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছেন", যোগ করেন তিনি।
নির্বাচন কমিশন সম্পর্কে সংবাদমাধ্যমকে 'সত্য' লেখার অনুরোধ করে তিনি বলেন, "এতে কেউ বাধা দেবে না।"
"আপনারা সত্যটা লিখলেও জনগণ বিশ্বাস করে, আবার অনেক সময় মিথ্যাটা লিখলেও জনগণ বিশ্বাস করে। অনুরোধ সত্যটা লিখবেন।"