জাতীয় নির্বাচন ও গণভোট: ৫ দিন মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটের মাঠে ৫ দিনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাহিনীগুলো মাঠে নিয়োজিত থাকবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ছাড়া সকল বাহিনী ভোটের সময় ৫ দিন (নির্বাচন পূর্ব ৩ দিন, নির্বাচন অনুষ্ঠানের দিন এবং নির্বাচন পরবর্তী ১ দিন) মোতায়েন থাকবে। অর্থাৎ, ভোটের তিনদিন আগে ৯ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত হবে।
তবে আনসারদের জন্য এ সময় হবে ৬ দিন (নির্বাচন পূর্ব ৪ দিন, নির্বাচন অনুষ্ঠানের দিন এবং নির্বাচন পরবর্তী ১ দিন)। সে হিসেবে ভোটের চারদিন আগেই মাঠে নামবে আনসার-ভিডিপি সদস্যরা।
