২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত নাম পাঠাতে পারে ইসির সার্চ কমিটি

নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের জন্য সুপারিশকৃত ব্যক্তিদের নাম আগামী ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠাতে পারে নির্বাচন কমিশনের (ইসি) সার্চ কমিটি।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এ তথ্য জানান।
বৈঠকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, চ্যানেল আইয়ের হেড অব নিউজ শাইখ সিরাজ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।
যে রাজনৈতিক দলগুলো এখনো নতুন ইসির প্রার্থী তালিকা জমা দিতে পারেনি, তাদের প্রস্তাবিত নামের তালিকা ২৪ ফেব্রুয়ারির আগ পর্যন্ত গ্রহণ করবে সার্চ কমিটি।
এর আগে সোমবার বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তির প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করে কমিটি।
তালিকায় বেশ কিছু সুপরিচিত ব্যক্তি থাকলেও তাদের নাম সুপারিশকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
শনি ও রোববার দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে তিনটি বৈঠক করে সার্চ কমিটি।
কমিটিকে সৎ, যোগ্য, সাহসী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের নির্বাচন করার আহ্বান জানান আমন্ত্রিত নাগরিকরা। নতুন ইসিতে নারী, সংখ্যালঘু ও গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়েও পরামর্শ দেন তারা।
এর আগে ৬ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন কমিশন গঠনে নাম চেয়ে বিজ্ঞপ্তি জারি করে কমিটি।
সোমবার বিকেল ৫টা পর্যন্ত ৩২৯ জন প্রার্থীর নাম প্রস্তাবিত হয়।