খুলনায় মশা নিধনের দাবিতে ‘মশারি মিছিল’

খুলনা মহানগরীতে মশা নিধনের দাবিতে 'মশারি মিছিল' ও সমাবেশ করেছেন নগরবাসী। আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নগরীর পিকচার প্যালেস মোড় থেকে 'মশারি মিছিল' বের করা হয়। মিছিলে কারো মাথার ওপরে, কারো গায়ে মশারি জড়িয়ে রাখতে দেখা যায়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আ ফ ম মহসীন বলেন, 'খুলনা সিটি কর্পোরেশন মশা নিধনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দীর্ঘদিন ধরে মশার উপদ্রব থাকলেও সম্প্রতি তা সহনীয় মাত্রার বাইরে চলে গেছে। ফলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও সামাজিক কার্যক্রম—সবকিছু মশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মহামারি আকারে ছড়িয়ে পড়ে বহু প্রাণহানি ঘটিয়েছে, অনেক মানুষ স্থায়ীভাবে অসুস্থ।'
সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বলেন, 'নগরীর কিছু স্থানে কীটনাশক ছিটানো হলেও বৃহত্তর অংশ এ কার্যক্রমের আওতায় আসেনি বরং তা প্রায় বন্ধ হয়ে গেছে। ড্রেন, খাল, পুকুর, ডোবা, জলাশয়, নর্দমা ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করতে হবে এবং মানসম্মত কীটনাশক প্রয়োগের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।'
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, 'দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে মশাবাহিত রোগের কারণে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। সঠিক পদক্ষেপ না নিলে নগরবাসীকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।'
সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, মিজানুর রহমান বাবু, জাসদ নেতা রেজাউল করিম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন ও আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের প্রমুখ।