বগুড়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বগুড়ার সদরে পারিবারিক কলহের জেরে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মার্চ) গভীর রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনাস্থলেই মেয়ে ছকিনা বেগম (৩৫) নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার মা আনোয়ারা বেগমকে (৫৮) হাসপাতালে নেওয়া হলে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সদর থানার পরিদর্শক মইন উদ্দিন।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, ছকিনার সঙ্গে বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের প্রায় সাত বছর আগে বিয়ে হয়েছিল। তবে পারিবারিক কলহের কারণে এক মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে, যা নিয়ে রুবেলের মধ্যে ক্ষোভ ছিল।
শুক্রবার রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে হত্যা করে। এ সময় মা আনোয়ারা বেগম বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয়রা মা-মেয়ের চিৎকার শুনে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছকিনাকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা বেগমকে গুরুতর অবস্থায় ভর্তি করা হলেও শনিবার সকালে তিনিও মারা যান।