বাকিতে ইয়াবা না দেওয়ায় মাদক ব্যবসায়ীকে হত্যা: আসামির স্বীকারোক্তি

রাজধানীর বংশাল থানায় মাদক ব্যবসায়ী মো. হীরাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেপ্তার মো. জীবন মিয়া (৩০) আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার (৮ আগস্ট) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তানভীর হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা জীবনকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করেন। পরে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ডের আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ৭ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের কালাতিয়া বাজার এলাকা থেকে জীবনকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ৬ আগস্ট সকাল ৮টার দিকে বংশালের মালিটোলা এলাকার ৪৮ নম্বর গোলক পাল লেনে জীবন মাদক ব্যবসায়ী হীরার কাছে বাকিতে দুই পিস ইয়াবা চান। হীরা রাজি না হলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জীবন ধারালো চাকু দিয়ে হীরার বাম গাল, বুকের বাম পাশ ও পেটে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।
ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে হীরার মৃত্যু হয়। পরে বংশাল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।