গাজীপুরে সাংবাদিককে ধাওয়া করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে এক সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুর্বৃত্তরা।
নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি 'দৈনিক প্রতিদিনের কাগজ' পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন করতেন তুহিন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে ঘটনাটি ঘটে। সে সময় ভুক্তভোগী একটি চায়ের দোকানে বসে ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।'
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের ওই সময় তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ একদল অস্ত্রধারী লোক সেখোনে উপস্থিত হয়ে তাকে ঘিরে ধরে। তারপরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে ধারালো তাকে নির্বিচারে কোপায়। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
তারা বলেন, হামলাকারীরা উপস্থিত লোকজনের সামনেই তুহিনকে উপর্যুপরি কোপায়। তবে ভয়ে কেউ হস্তক্ষেপ করতে এগিয়ে আসেনি।
স্থানীয় একটি সূত্র জানায়, যেখানে হত্যা করা হয়, সেই চায়ের দোকানের পাশেই দোতলায় তুহিনের অফিস। তিনি বিকালে দেখতে পান, কয়েকজন সন্ত্রাসী এক যুবককে ধারালো অস্ত্র নিয়ে তাড়া করছে। তখন তুহিন এ ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিও করার বিষয়টি দেখে ফেললে সন্ত্রাসীরা তুহিনকে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে চায়ের দোকানে ঢুকে পড়েন। পরে তিনজন অস্ত্রধারী দোকানের ভেতরে ঢুকে তাকে টেনে বাইরে এনে কুপিয়ে হত্যা করে। এ সময় আরও দুইজন রাম দা নিয়ে দাঁড়িয়ে ছিল।
পরে রাতে পুলিশ পার্শ্ববর্তী এলাকার কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ থেকে অস্ত্রধারীরা, এক যুবককে দাওয়া করছে এমন দৃশ্য দেখা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, চান্দনা চৌরাস্তার ফুটপাতের দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বিকেলে ফেসবুকে লাইভ করার পর রাতে তুহিনের ওপর হামলা হয়। তবে তার ফেসবুক অ্যাকাউন্টে চাঁদাবাজি নিয়ে ওরকম কোনো লাইভ পাওয়া যায়নি।
তবে রাত ৮টার দিকে তুহিনের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা চৌরাস্তা এলাকার একটি ভিডিও দেখা যায়। ওই ভিডিওতে তিনি লিখেছেন: 'যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।'
সংশোধনী:
স্থানীয় সূত্রের প্রাথমিক তথ্যের বরাতে এই প্রতিবেদনের আগের সংস্করণে বলা হয়েছিল, সাংবাদিক আসাদুজ্জামান বৃহস্পতিবার বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকার ফুটপাত ও দোকানপাটে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে লাইভ করেছিলেন। তবে তার প্রোফাইল ঘেঁটে এ ধরনের কোনো লাইভ সম্প্রচারের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তাই তথ্যটি সংশোধন করা হলো।