সন্ধ্যার পর থেকে অপারেশন জোরদার করা হচ্ছে, পরিস্থিতি টের পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আজ সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীগুলোর অপারেশন জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, "আপনারা দেখবেন আজ রাতেই আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড অনেক বেড়ে গেছে। সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু হবে। আপনারা একটু একটু টের পাবেন।"
সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে এই সভা হয়। তবে সোমবারের সভা ছিল একটু ব্যতিক্রম। সারা দেশে ডাকাতি, ছিনতাই, ধর্ষণের মত ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে নিয়মিত বিভিন্ন বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকেন, আজকের সভায় তারচেয়ে বেশি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, "গতকালের বনশ্রীর ঘটনার মতো ঘটনা আগে জানতে দুইদিন লাগতো। এখন মানুষ সাথে সাথে জেনে যায়। যে কারণে মানুষ ভাবছে আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি হয়েছে। এই ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে। দুই একদিন আগেও ঘটেছে। ভবিষ্যতে যাতে না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই না এ ধরনের ঘটনা আর একটাও ঘটুক।"
আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলে পদত্যাগের দাবি উঠার প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আপনিতো বলছেন পদত্যাগ। আমার তো দাফন, জানাজা হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার ফল হচ্ছে জীবিত থাকা অবস্থায় জানাজার ছোয়াব পেয়েছি।"
রাত আড়াইটায় তাহলে কেনো সংবাদ সম্মেলন করতে হলো আপনাকে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আপনারা (সাংবাদিকদের উদ্দেশ্য করে) দিন এবং রাত কাজ করে যাচ্ছেন। এটা বোঝানোর জন্য যে আমরাও দিনরাত কাজ করে যাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা খালি দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাতেও ব্রিফ করে।"
পুলিশ সক্রিয় কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম, এখন তার চেয়ে ভালো হয়েছে না। কিন্তু তাদের কর্মকাণ্ড আরও বাড়ানোর স্কোপ আছে। পুলিশ চেষ্টা করছে। তাদের কমান্ডোরা চেষ্টা করছে। এটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে।"
অপারেশন ডেভিল হান্ট প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "অপারেশন ডেভিল হান্ট করা হয়েছেই যাতে এ ধরনের ঘটনা ঘটলে যাতে তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়। রাজশাহীতে যে ঘটনা ঘটেছে সেখানে সাথে সাথেই তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে ওসিরা মামলা নিতে বিলম্ব করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে। অন্য সময় হলে কিন্তু এতো তাড়াতাড়ি হতো না। অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও ক্লোজ করা হয়েছে সংবাদ মাধ্যমের রিপোর্টের ওপর বেজ করে।"
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের মন মানসিকতায় পরিবর্তন দরকার। আগে কেউ বিপদে পড়লে আশপাশে থাকা অন্যরা দৌড়ে যেত। পাশে দাঁড়াতো। এখন মানুষ ছবি তোলে। মানুষের মানসিকতার পরিবর্তন দরকার। একজন বিপদে পড়লে অন্যজনকে এগিয়ে আসতে হবে।
সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ হচ্ছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছে।"
এদিকে বৈঠকে গত কয়েক দিন ধরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি সাংবাদিকদের বলেছেন, সভায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই বিষয়টিকে 'সিরিয়াসলি' নিয়েছেন। এতে ঢাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
শফিকুল আলম বলেন, ঢাকায় যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেসব জায়গায় পেট্রোলিং বাড়বে। আজ সন্ধ্যা থেকে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও নৌবাহিনীর যৌথ পেট্রোল শুরু হবে। পুরো ঢাকা শহরে অনেক জায়গায় চেকপোস্ট (তল্লাশিচৌকি) বসবে। আইনশৃঙ্খলা নজরদারি করা হবে।
কক্সবাজার বিমান বাহিনীর ঘাঁটিতে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, পুরো বিষয়টি জানতে কক্সবাজারের পুলিশ সুপার ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।