‘অনেকে বলেছে আপনারা আরও ৫ বছর থাকেন’: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং তা নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ছে।
তিনি বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা বেড়েছে, আরও বাড়বে। রাস্তা থেকে অনেকে আমাকে বলেছে, আপনারা আরও ৫ বছর থাকেন।'
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সফরের সময় শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত কোনো সাড়া দিয়েছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, 'ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে ক্রিমিনালদের ফেরত পাঠানোর ব্যাপারে। এই চুক্তির মাধ্যমে হয়তো তাকে ফেরত আনা হবে। তবে ভারতের সাথে আমাদের সংঘাতের কোনো আশংকা নেই।'
তিনি আরও বলেন, 'যারা অপরাধে জড়াচ্ছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ভবিষ্যতেও যদি কেউ অপরাধ কর্মকাণ্ডে জড়ায় তাদেরও আইনের আওতায় আনা হবে। আমাদের কিছু আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। সেসব উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সেগুলো উদ্ধার হলে পরিস্থিতি আরো উন্নতি হবে। সেজন্য স্থানীয় জনগণকেও কাজ করতে হবে।'
সম্প্রতি সিলেট ও খুলনায় 'মব' ঠেকাতে সরকার ব্যর্থ—বিএনপির এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, 'ঘটনা কিছু ঘটবে। আমরা এর বিরুদ্ধে প্রতিকার নিয়েছি কি না দেখেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। যে জায়গায় ঘটনা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে ঘটলেও আইনের আওতায় নিয়ে আসা হবে।'
শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের দেখার হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) জাকির হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।