পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে যানজট

শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জের ইউরোটেক্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।
এতে ঢাকা ও নারায়ণগঞ্জ উভয়মুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তির শিকার যাত্রীরা হেটেই রওনা হন গন্তব্যস্থলে।
শ্রমিকরা জানায়, কারখানার শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলার প্রত্যাহারের দাবিতে আড়াইটার দিকে স্টেডিয়াম এলাকায় সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৫ টায় শ্রমিকরা সড়ক ছেড়ে দিলেও এখনও যানজট রয়েছে।
এর আগেও, গত ১৭ ফেব্রুয়ারি এই কারখানার শ্রমিকরা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড় অবরোধ করেন। প্রায় আড়াই ঘন্টা সড়ক অবরোধ রাখার পর আলোচনার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা। কিন্তু আলোচনায় সমাধান না আসায় আজ বুধবার ফের অবরোধ করেছেন শ্রমিকরা।
এ বিষয়ে শিল্প পুলিশ-৪ পরিদর্শক সেলিম বাদশা বলন বলেন, 'পোশাক কারখানার শ্রমিকেরা ছাঁটাই, মামলা প্রত্যাহার, লে অফ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছিলেন।'
তিনি আরও বলেন, 'তাদের সঙ্গে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।'