বাধ্যতামূলক মিটার ব্যবহারের সিদ্ধান্ত বাতিল, অবরোধ প্রত্যাহার অটোরিকশা চালকদেরর

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিটার ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিল করার পর সিএনজিচালিত অটোরিকশা চালকরা তাদের আন্দোলন স্থগিত করেছেন।
ঢাকা মেট্রোপলিটন অটো-রিকশা চালক ঐক্য পরিষদের যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কর্তৃপক্ষ এই নিয়ম বাতিল করার পর সড়কে আমাদের বিক্ষোভ স্থগিত করা হয়েছে। তবে ভাড়া বৃদ্ধি এবং আমাদের অন্যান্য দাবি নিয়ে আমরা সরকারের সাথে আলোচনা চালিয়ে যাব।'
এর আগে বিআরটিএর মিটার ব্যবহার জোরদার এবং মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়কারী অটোরিকশা চালকদের জরিমানা বা জেলের বিধান রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ঢাকা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।
আগরগাঁওয়ের তালতলা এলাকায় আজ (১৬ ফেব্রুয়ারি) সকালে চালকদের তাদের যানবাহন ব্যবহার করে রাস্তার উভয় পাশে অবরোধ করেন। এতে সড়কে বিশাল যানজট তৈরি হয়।
বিআরটিএকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধ জানানোর পাশাপাশি চালকরা মিটারে মূল ভাড়া বৃদ্ধির দাবিও জানান।
গাড়ির পাশে রাস্তায় বসে শুয়ে পড়তে দেখা যায় চালকদের। পাশাপাশি বিভিন্ন স্লোগানও দিতে থাকেন তারা।
হাতিরঝিলসহ বেশ কয়েকটি এলাকায় রাস্তায় একই রকম অবরোধ দেখা যায়।

সড়কে বিক্ষোভকারীদের সঙ্গে বিক্ষোভে অংশগ্রহণ না করা অটোরিকশা থামিয়ে চালকদের অবরোধে যোগ দিতে বাধ্য করতেও দেখা গেছে।
সিএনজি না পেয়ে দুর্ভোগে পড়া যাত্রীরা বাধ্য হয়ে রিকশায় গন্তব্যে গেছেন।
১১ ফেব্রুয়ারি সরকার মিটার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়ার পর থেকে অটোরিকশা চালকরা গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে আসছিলেন।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, মিটারে ভাড়া না নিলে চালকদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছিল।