ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে: শ্রম উপদেষ্টা

চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে বেক্সিমকোর শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, 'ফেব্রুয়ারি মাসের মধ্য বেক্সিমকোর সকল শ্রমিকদের আইনানুগ পাওনাদি পরিশোধ করা হবে।'
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৭ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপদেষ্টা বলেন, 'ইতোমধ্যে নতুন রিসিভার যোগদান করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে তিনি বেক্সিমকোর প্রকৃত শ্রমিকের সংখ্যা ও পাওনা এবং ব্যাংকের মোট ঋণ নির্ধারণ করবেন।'
তিনি বলেন, 'যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ দেওয়া হয়েছে সেসব প্রতিষ্ঠানের এমডি ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি, লোনের মর্টগেজ মূল্য, সম্পদের মূল্য তালিকা সরবরাহ করবেন। ব্যাংক কর্তৃক শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে।'
শ্রমিকরা বেকার হবেন কি-না এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'এরা সবাই দক্ষ শ্রমিক। কোনো না কোনোভাবে কাজের ব্যবস্থা হবে। বিডা বিষয়টি নিয়া কাজ করছে।'
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বাণিজ্য উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান সচিব, অর্থসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিডা চেয়ারম্যান, বেক্সিমকো লি.- এর রিসিভার, সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধিরা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।