সিলেটে বৃষ্টি বাড়তে পারে, নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে (টিবিএস) বলেন, 'আগামী কয়েকদিনে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।'
বৃহস্পতিবার (৩০ মে) শ্রীমঙ্গলে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় সিলেটের আশপাশের অঞ্চলগুলোতেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, 'সিলেট অঞ্চলে আগামী ১ তারিখের পরে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২ তারিখ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।'
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে সিলেটে ৭০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।
২০২৩ সালের মে মাসে সিলেটে ৩৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তবে ২০২২ সালের মে মাসে ৮৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। ওই বছর সিলেটে ভয়াবহ বন্যা হয়েছিল।
অন্যদিকে, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্ষাকালের মৌসুমি বায়ু এবার নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (৩০ মে) আইএমডি জানিয়েছে, বর্ষার মৌসুমি বায়ু ইতোমধ্যে বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে প্রবেশ করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাবে জুন মাসের ২ তারিখ পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
সিলেট বিভাগে আজ বৃহস্পতিবার (৩০ মে) থেকেই বন্যা শুরু হয়েছে। রংপুর বিভাগে আগামীকাল শুক্রবার কিংবা শনিবার থেকে বন্যা শুরু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।