সিলেটে এনসিপির মনোনয়ন পাওয়া সবাই প্রবাসী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে সিলেট জেলার ৬টি আসনের ৩টিতে প্রার্থী দিয়েছে দলটি। মনোনয়ন পাওয়া তিনজনই প্রবাসী।
আজ বুধবার (১০ ডিস্মেবর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সিলেট-১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক। যুক্তরাজ্য প্রবাসী এহতেশাম সেখানকার রাজনীতিতেও সক্রিয় ছিলেন। গত বছর অনুষ্ঠিত হওয়া যুক্তরাজ্যের 'পপলার অ্যান্ড লাইম হাউজ' আসনে প্রার্থী হয়েছিলেন এহতেশাম। তবে এহতেশামকে হারিয়ে এই আসনে সসদ সদস্য নির্বাচিত হন তার সাবেক স্ত্রী ও লেবার মনোনীত প্রার্থী আপসানা বেগম।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরে আসেন এহতেশাম হক। এনসিপি গঠনের পর দলটিতে যোগ দেন তিনি। প্রথমে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করা এহতেশাম বর্তমানে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।
সিলেট-৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য জুনেদও একবছরের বেশি সময় ধরে দেশে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। সিলেট-৩ আসনে দীর্ঘদিন ধরেই তিনি জনসংযোগ চালিয়ে আসছেন।
সিলেট-৪ আসনে দলটির মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম। রাজনীতিতে অপেক্ষাকৃত নতুন মুখ রাশেল সম্প্রতি দেশে এসে প্রচারে নামেন। পেশায় প্রকৌশলী এই তরুণকে সিলেট-৪ আসনে প্রার্থী করেছে এনসিপি।
প্রার্থী তালিকায় প্রবাসীদের আধিক্য সম্পর্কে এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-১ আসনের প্রার্থী এহতেশাম হক বলেন, 'আমি একবছরের বেশি সময় ধরে দেশে আছি। আমাকে আর প্রবাসী বলাটা ঠিক হবে না। জুনেদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর রাশেল খুব বেশিদিন হয়নি যুক্তরাষ্ট্রে গেছেন। দেশের সাথে সবসময়ই তিনি যুক্ত ছিলেন।'
তাছাড়া সিলেটের বিপুলসংখ্যক মানুষ প্রবাসে থাকেন উল্লেখ করে এহতেশাম বলেন, 'ফলে এই অঞ্চলের প্রবাসী প্রার্থীদের আধিক্য থাকাটা খারাপ কিছু নয়। বরং সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব করারও সুযোগ।'
এহতেশাম বলেন, 'সিলেটের অন্য আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে যাচাই-বাছাই চলছে।'
বুধবার সিলেট বিভাগের আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। এরমধ্যে মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস। হবিগঞ্জ-৪ আসনে দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা দুজন দেশেই থাকেন বলে জানা গেছে।
