আসন সমঝোতা নিয়ে আজও আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে জাতীয় পার্টি

শুক্রবার (১৫ ডিসেম্বর) আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির আসন সমঝোতার বিষয়টি মীমাংসা না হওয়ায় আজও (শনিবার) বৈঠক হবে বলে জানিয়েছে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু শনিবার দুপুরে সাংবাদিকদের বলেছেন, শুক্রবার দুই দলের নেতাদের মিটিংয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করা, আসন সমঝোতাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। আজকেও মিটিং হবে। ৭ জানুয়ারী নির্বাচনের আগ পর্যন্ত দুই দলের মধ্যে বৈঠক হবে বলে জানান তিনি।
শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন চুন্নু।
যদিও আগামীকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তাই আজকের বৈঠকেই আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন নেতারা।
চুন্নু বলেন, 'আমরা শুধু একটি নির্দিষ্ট বিষয়ে কোনো বৈঠক করিনি। আমরা এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসার নিশ্চয়তা পায়, এজন্য ক্ষমতাসীন দলের সাথে সময়ে সময়ে নির্বাচন ভালো করতে মিটিং করছি। নির্বাচন ভালো করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে আসন সমঝোতার বিষয়েও আলোচনা হয়।'
তিনি আরও বলেন, 'বিভিন্ন দেশের পার্লামেন্ট নির্বচনে দেখা যায় অনেকেই কিছু কিছু আসনে নির্বাচন করে না। অনেক ভালো প্রার্থীকে ছাড় দেওয়া হয়। ঠিক এরকম একটি দৃষ্টিভঙ্গি থেকে ক্ষমতাসীন দলের সাথে আমাদেরও আলোচনা চলছে।'
এমন কত আসন নিয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, 'কতগুলো আসন কিংবা নির্দিষ্ট কোনো আসন নিয়ে আলোচনা হয়নি। মূলত নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আসন সমঝোতার বিষয়টি মুখ্য না।'