চূড়ান্ত ভোটার তালিকা ৩০ নভেম্বর, ইসির রোডম্যাপে আর যা যা রয়েছে

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এই রোডম্যাপে মোটাদাগে যা আছে-
১. রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু: সেপ্টেম্বরের শেষ সপ্তাহে
২. চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন: ৩০ নভেম্বরের মধ্যে
৩. নির্বাচনি আইন ও বিধি সংস্কার: ৩০ সেপ্টেম্বরের মধ্যে
৪. নতুন রাজনৈতিক দল নিবন্ধন: ৩০ সেপ্টেম্বরের মধ্যে
৫. ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ: ১৫ সেপ্টেম্বরের মধ্যে
৬. দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও চূড়ান্ত সার্টিফিকেট প্রদান: ১৫ নভেম্বরের মধ্যে
৭. নির্বাচন সংশ্লিষ্ট ম্যানুয়েল, নির্দেশিকা, পোস্টার, পরিচয়পত্র ইত্যাদি মুদ্রণ: ১৫ নভেম্বরের মধ্যে
৮. স্বচ্ছ ব্যালট বাক্স ও নির্বাচনি দ্রব্যাদি ব্যবহার উপযোগী করা: ৩০ নভেম্বরের মধ্যে
৯. নির্বাচন ভবনে বেসরকারি ফলাফল প্রদর্শনের জন্য ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন: ডিসেম্বরের মধ্যে
১০. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খাত ও দফাওয়ারী অর্থ বরাদ্দের হার নির্ধারণ করে প্রস্তাবনা প্রণয়ন: ১৫ নভেম্বরের মধ্যে
১১. পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে প্রেরণ ও ভোটারদের নিকট পৌঁছানো: ৫ জানুয়ারি ২০২৬ এর মধ্যে