সংসদীয় সীমানা নিয়ে চার দিনে ১,৮৯৩ শুনানি শেষ করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন নিয়ে চারদিনে মোট এক হাজার ৮৯৩টি শুনানি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৭ আগস্ট) শুনানির শেষ দিনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের তথ্য কর্মকর্তা শরিফুল আলম।
তিনি জানান, চার দিনে অনুষ্ঠিত ১৮৯৩টি শুনানির মধ্যে আপত্তি (বিপক্ষে) ছিল ১১৮৫টি এবং পরামর্শ (পক্ষে) ছিল ৭০৮টি।
শুনানির চতুর্থ দিনে বুধবার ১২ জেলার ১৮টি আসন নিয়ে মোট ২৬০টি শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে আপত্তি (বিপক্ষে) ছিল ২৫৯টি এবং পরামর্শ (পক্ষে) মাত্র ১টি।
শেষ দিনের শুনানি সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পঞ্চগড়-১ ও ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫ ও ৬, পাবনা-১ আসনে।
দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১ ও ৪, মাদারীপুর-২ ও ৩ এবং শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি অনুষ্ঠিত হয়।