নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের ১৫ উপ-কমিটি গঠন
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির অধীনে ১৫টি উপ-কমিটি গঠন করেছে।
শুক্রবার (১৭ নভেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এসব উপ-কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারপারসন ও দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে উপ-কমিটি গঠনের পাশাপাশি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এছাড়াও দলটি আজ এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে আগ্রহী প্রার্থীদের তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করে ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদেরকে নিজ নিজ প্রশাসনিক বিভাগের নির্দেশিকা অনুসরণ করে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।
পাশাপাশি অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়াটিকে সহজতর করতে দলটি একটি স্মার্ট মনোনয়ন অ্যাপ চালু করেছে।
অ্যাপটি গুগল প্লে স্টোর এবং আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
এছাড়াও অনলাইনে 'নমিনেশন ডটএএলবিডি ডটঅর্গ' ওয়েবসাইটের মাধ্যমে মনোনয়ন ফরম পূরণ করা ও জমা দেওয়া যাবে।
মনোনয়ন ফরম কেনার জন্য আগ্রহী প্রার্থীদের ৫০ হাজার টাকা দিতে হবে।
বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
