বগুড়ায় মহাসড়কে সিএনজিতে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিনে বগুড়া সদরের ঢাকা-রংপুর মহাসড়কের ঝোপগাড়ী এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ঢাকা-রংপুর মহাসড়কে মাটিডালি থেকে চারমাথার দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। ঝোপগাড়ী এলাকায় আসার পর ১০ থেকে ১৫ জন যুবক অটোরিকশার চালককে থামায়। কোনোকিছু বুঝে ওঠার আগেই তারা অটোরিকশা ভাঙচুর শুরু করে।
এক পর্যায়ে চালককে টার্গেট করে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা।

হাতবোমার স্প্রিন্টারে অটোরিকশা চালক রফিকুল ইসলামের ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের পর অটোরিকশা থেকে চালক দ্রুত নেমে যান। এরপরই পুড়ে যায় অটোরিকশা।
রফিকুল ইসলাম বলেন, 'আমার পেটে তারা কেন লাথি দিল? আমি গরিব মানুষ কার কী ক্ষতি করেছি? তারা কেন আমার সিএনজি পুড়িয়ে দিল?'
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণ করা হয়। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।