কেরাণীগঞ্জে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে নিহত ৩, আহত ১
মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে গোদারবাগ এলাকায় আগুনের এই সূত্রপাত হয়।

ছবি: ইউএনবি
কেরাণীগঞ্জে রাসায়নিক পদার্থ মজুদের গুদামে অগ্নিকাণ্ডে ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে গোদারবাগ এলাকায় আগুনের এই সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তদন্তের পর আগুন লাগার কারণ শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।