মহাখালীর পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালী এলাকায় আজ (১৭ আগস্ট) সন্ধ্যায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি ঘটে মহাখালী রেলগেটের কাছে 'ইউরেকা এন্টারপ্রাইজ' নামের একটি ফিলিং স্টেশনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রাশেদ জানান, সন্ধ্যা প্রায় ৭টা ১৮ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ৭টা ৪৭ মিনিটে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তলহা বিন জসিম জানান, শুরুতে তাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
তবে আগুন লাগার কারণ এবং কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত এখনো জানা যায়নি।