থার্টি ফার্স্ট নাইটে সুইজারল্যান্ডের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত অন্তত ৪০
সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট 'ক্র্যান্স-মন্টানা'র একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 'কয়েক ডজন' মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশের অবস্থাই গুরুতর।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সুইস কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
কর্তৃপক্ষ জানায়, নববর্ষ উদ্যাপনের সময় বুধবার রাত ১টা ৩০ মিনিটে বারটিতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের মতে, কিশোর-কিশোরী ও তরুণদের কাছে এই বারটি অত্যন্ত জনপ্রিয় ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বরং দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।
সুইস পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে 'কয়েক ডজন' মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস পুলিশের উদ্ধৃতি দিয়ে নিহতের সংখ্যা প্রায় ৪০ জন বলে উল্লেখ করেছে। তবে সুইস কর্মকর্তারা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে সারিবদ্ধ অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে এবং গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতাল ও বিভিন্ন শহরের বিশেষায়িত বার্ন ইউনিটে স্থানান্তরের জন্য একের পর এক হেলিকপ্টার অবতরণ করছে।
