রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
রাজধানীর ভাটারা এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ভাটারার ১০০ ফিট সংলগ্ন নতুন বাজার এলাকায় অবস্থিত ওই মার্কেটে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৮টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে ৮টা ২৩ মিনিটে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে বারিধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করছে।
