মিরপুরে কসমো স্কুলে আগুন

আজ (২৩ জুলাই) মিরপুরে কসমো স্কুলের একটি ভবনে জেনারেটর বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের এক কর্মকর্তা নাজমুন জানান, সকাল ১১টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে। তিনি আরও জানান, পাশের পল্লবী স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, কসমো স্কুল ভবনের নিচতলায় একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ঘটনার পরপরই সব শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়েছেন কি না—তা এখনও জানা যায়নি।