বৃহস্পতিবারের সমাবেশের আগেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিতব্য সমাবেশের আগে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বেশ কয়েকজন নেতাকর্মী।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপির ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি প্রত্যাখ্যান করে এবং গোলাপবাগ মাঠকে ভেন্যু হিসেবে রাখার পরামর্শ দেয়।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা আশা করছি, নয়াপল্টনে সমাবেশ করতে প্রশাসন আমাদের সহযোগিতা করবে। সেখানে সমাবেশ করার জন্য আমাদের প্রস্তুতি চলছে।'
এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশকেও বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয়নি ডিএমপি।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আগামী ২৭ জুলাই বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয়।
এর আগে ২২ জুলাই নির্দলীয় নির্বাচনকালীন সরকারের জন্য তাদের এক দফা দাবিতে ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।
সরকারের পদত্যাগের দাবিতে একই দিনে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিএনপি ছাড়াও গণতন্ত্রমঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী জোট, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), এলডিপি, গণফোরাম, গণতান্ত্রিক বাম ঐক্য জোটসহ ৩৭টি সমমনা দলও একই তারিখে ঢাকায় পৃথকভাবে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।
