১২ জেলায় পুলিশ সুপার পদে রদবদল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি ভিন্ন আদেশে সোমবার (১৭ জুলাই) মোট ১২টি জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। একই দিনে এসপি পদমর্যাদার ২৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদকে লক্ষ্মীপুরের এসপি করা হয়েছে।
স্পেশাল ব্রাঞ্চের এসপি আজিম-উল-আহসানকে ঝিনাইদহে এবং ঝিনাইদহের এসপি মোহাম্মদ আশিকুর রহমানকে এসবি, ঢাকায় বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজিকে (মিডিয়া) মৌলভীবাজারে এসপি করা হয়েছে এবং মৌলভীবাজারের এসপি মোহাম্মদ জাকারিয়াকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের এসপি সৈকত শাহিনকে বান্দরবানের এসপি করা হয়েছে। বান্দরবানের এসপি মোঃ তরিকুল ইসলামকে নাটোরে এবং নাটোরের এসপি মোঃ সাইফুর রহমানকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
সিআইডির স্পেশাল এসপি মুক্তা ধরকে খাগড়াছড়ি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি উত্তম প্রসাদ পাঠককে ঠাকুরগাঁও-এর এসপি করা হয়েছে।
স্পেশাল ব্রাঞ্চের এসপি জি এম আবুল কালাম আজাদকে রাজবাড়ি; ডিএমপির ডিসি আবুল হাসনাত খানকে বাগেরহাটের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শেরপুরের এসপি মোহাম্মদ কামরুজ্জামানকে জামালপুরে বদলি করা হয়েছে।