ঢাকায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির মিছিলে পুলিশের বাধা

সারাদেশে চলমান লোডশেডিংয়ের প্রতিবাদে ডাকা বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিলটি রাজধানীর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের জন্য যাচ্ছিল।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর পল্টন চায়না টাওয়ার থেকে মিছিল শুরু করেন দলটির নেতাকর্মীরা। দুপুর ১২টা ৫৫ মিনিটে আরামবাগ ক্রসিংয়ে পৌঁছালে পুলিশ কর্মসূচিতে বাধা দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার গোলাম রুহানি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নিপুন রায় চৌধুরী ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রায় ২০০-২৫০ জন বিএনপি নেতাকর্মী স্মারকলিপি দিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয়ের দিকে মিছিল করে এগিয়ে যেতে শুরু করে।'
গোলাম রুহানি আরেও বলেন, 'আমরা তাদেরকে অনুরোধ করি সবাইকে না নিয়ে একদল প্রতিনিধি যাতে স্মারকলিপি দিতে যায়। পরবর্তীতে আমরা সাত সদস্যের একটি প্রতিনিধি দলকে সহায়তা করি, যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে বৈঠকও করেন।'