ঢাকা-কাঠমান্ডুর বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব খতিয়ে দেখছে দিল্লি

ভারতীয় এলাকা দিয়ে বাংলাদেশকে নেপালের বিদ্যুৎ সরবরাহ করার যৌথ প্রস্তাব খতিয়ে দেখছে দিল্লি। কূটনৈতিক সূত্রের মতে, এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাই বেশি। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার।
প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে নেপালের। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (ইএসি) জানিয়েছে, ভারতের বিদ্যুৎ পরিবহনের বর্তমান পরিকাঠামো ব্যবহার করে এই বিদ্যুৎ পাঠানোর জন্য নয়াদিল্লির অনুমতি চাওয়া হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ এবং নেপালের মধ্যে আগস্ট মাসেই চুক্তি হয়ে যায়।
সূত্রের খবর, আগামী মাসে নয়াদিল্লিতে নেপালের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে বৈঠক হবে ভারতের। চুক্তি চূড়ান্ত হতে পারে সেই বৈঠকেই। বাংলাদেশের পক্ষ থেকেও শক্তি-বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রার্থনা করা হয়েছে।
বাংলাদেশ এখন ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। ঢাকা চায় নেপালের সঙ্গে যৌথ উদ্যোগে ৬৮৩ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প গড়ার যে কাজে ভারতের সহযোগিতা প্রয়োজন।