আদানির বকেয়া ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ, পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের অনুরোধ বাংলাদেশের

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ প্রকল্পের বকেয়া ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। বকেয়া বিল, পরিবহন খরচসহ চুক্তিভিত্তিক সব আর্থিক জটিলতা নিষ্পত্তির অংশ হিসেবে এই অর্থ পরিশোধ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের মতে, এটি এখন পর্যন্ত আদানির কাছে বাংলাদেশের সর্বোচ্চ এককালীন পরিশোধ।
পরিশোধ সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটিকে দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী এখন থেকে নিয়মিত সরবরাহ চায় সরকার।
সূত্র বলছে, বিদ্যুৎ আমদানির এ ব্যবস্থাপনাকে আরও নিরাপদ করতে বাংলাদেশ ইতোমধ্যে দুই মাসের বিল সমমূল্যের একটি লেটার অব ক্রেডিট (এলসি) খুলেছে। পাশাপাশি আদানি পাওয়ারের সব পাওনার নিশ্চয়তা হিসেবে সরকার সার্বভৌম গ্যারান্টিও প্রদান করেছে।