রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট

১০ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিভাগের আট জেলায় বাস চলাচল বন্ধ রেখে পরিবহন ধর্মঘট করছেন পরিবহন মালিকরা। শুক্রবারও রাজশাহী থেকে কোনো বাস ছেড়ে যায়নি। কোনো বাস আসতে দেওয়াও হয়নি। এমনকি দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে।
এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া গুণে তাদের ভেঙে ভেঙে সিএনজি, অটোরিকশা, নসিমন, করিমন, ইমাসহ বিভিন্ন গাড়িতে চলাচল করতে হচ্ছে।
রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব জানান, মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছিল। কিন্তু বেঁধে দেয়া সময়ের মধ্যে তাদের দাবি পূরণ হয়নি। এ কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
তিনি বলেন, রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে প্রতিদিন প্রায় ১০০০ বাস আপ-ডাউন করছে। এই ধর্মঘটের কারণে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। দাবি মানা না পর্যন্ত ধর্মঘট চলবে।
তবে বিএনপি নেতাদের দাবি, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো রাজশাহীর গণসমাবেশেও মানুষকে আসতে বাধা দিতে এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গণসমাবেশ কমিটির সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, 'সমাবেশে যেন নেতাকর্মীরা আসতে না পারে সে জন্য রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। ধর্মঘট দিয়ে বিএনপির নেতাকর্মীদের আটকে রাখা যাবে না। যে কোন মূল্যে এই গণসমাবেশ সফল করা হবে।'