রাজশাহীতে বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের মিথ্যা মামলা, হয়রানির অভিযোগ

আগামী ৩ ডিসেম্বরে রাজশাহীর বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, বাড়ি বাড়ি গিয়ে হুমকি ও গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার দুপুরে নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আগামী ৩ ডিসেম্বর (শনিবার) রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১ ডিসেম্বর থেকে মাদ্রাসা মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে পুলিশ।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "কাল থেকে পরিবহন ধর্মঘট থাকায় ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে। তাদের থাকার জন্য মাঠের বাইরে ফাঁকা জায়গায় প্যান্ডেল করা হয়েছিলো, তা ভেঙে দিয়েছে পুলিশ। পুলিশ কমিউনিটি সেন্টারের মালিকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে যেন বিএনপির কাছে কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া না হয়। পুলিশের কিছু উৎসাহী কর্মকর্তা এসব করছে। কিন্তু আমরা তাদের বলতে চাই, যত বাধাবিপত্তি আসুক না কেন আমরা ৩ ডিসেম্বরের সমাবেশ সফল করবোই।"
এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।