বিএনপির র্যালি: ছুটির দিনেও স্থবির ঢাকার যান চলাচল

বিএনপির র্যালিকে কেন্দ্র করে ঢাকার যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। র্যালি উপলক্ষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী রাজধানীতে সমবেত হয়েছেন।
নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত র্যালির কারণে শুক্রবার (৮ নভেম্বর) ছুটির দিনেও রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে মতিঝিল ট্রাফিক বিভাগের একজন সহকারী কমিশনার জানান, মিছিল ও সমাবেশের কারণে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মতিঝিল থেকে মোহাম্মদপুর পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।'
বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে এ র্যালির আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, র্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, ওলামা দল, এবং জাসাসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলাদা ব্যানারে অংশ নিয়েছেন।
দেশের প্রতিটি বিভাগে আজ একই ধরনের সমাবেশের আয়োজন করছে বিএনপি।