১৩ কিলোমিটার হেঁটে সমাবেশে এলেন নারী নেত্রী!

রংপুরে বিএনপির জনসমাবেশের মাঠে যোগ দিতে ১৩ কিলোমিটার পথ হেঁটে এসেছেন বলে দাবি করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপি রসাধারণ সম্পাদক মোছো.লিপি বেগম।
রাত সাড়ে তিনটার দিকে বের সকাল পৌনে ১০ টার দিকে তিনি সভাস্থল রংপুর কালেক্টরেট মাঠে এসেছেন।
এই নারী নেত্রী জানান, সমাবেশে যোগদানের জন্য রাত তিনটায় বাড়ি থেকে বের হয়েছেন তিনি।
অটোরিকশাযোগে নবাবগঞ্জ এসেছেন ভোর চারটায়। এরপর ভ্যান, সিএনজি অটোরিকশা করে তিনি সমাবেশে উপস্থিত হয়েছেন।
এর মধ্যে বিভিন্ন জায়গায় যানবাহন না পাওয়ার কারণে তাকে ১৩ কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হয়েছে।
সরকারি ইশারায় শ্রমিকরা রংপএর বিভাগে পরিবহন ধর্মঘট ডাকার কারণে তাকে এভাবে আসতে হয়েছে বলে অভিযোগ তার।
এ সময় তার সাথে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সুজনও ছিলেন। এই নেতা বলেন, "সরকার এখন বিএনপির গণজোয়ার দেখে ভয় পাচ্ছে। তাই আমাদের এভাবে ধর্মঘটের নামে পথরোধ করছে। কিন্তু দলের প্রতি আমাদের অগাধ ভালোবাসা আছে। এমন ঠুনকো বাধা দিয়ে আমাদের আটকাতে পারবে না।"
"পায়ে হেঁটে ১৩ কিলোমিটার কেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ১৩০ কিলোমিটার পায়ে হেঁটে আন্দোলনে যাব," বলেন তিনি।
এদিকে বিভিন্ন বাধা উপেক্ষা করে কালেক্টরেট মাঠের চেহারা পাল্টে যেতে শুরু করেছে। ভোরের দিকে মানুষজন কম থাকলেও এখন দলে দলে নেতাকর্মীরা মিছিল নিয়ে ঘটনাস্থলে আসছে।
সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে কালেক্টরেট মাঠে প্রবেশ করছেন। এ সময় মাঠে থাকা অন্য নেতাকর্মীরা তাদের উষ্ণ কড়তালির মাধ্যমে বরণ করে নিচ্ছে।