এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে সাহায্যের হাত বাড়িয়ে দিল পুলিশ

২০২২ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে আগত পরীক্ষার্থীরা যেন কোনো সমস্যা ছাড়াই কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য উত্তরা পশ্চিম থানার পুলিশ কর্মকর্তারা সকালে এলাকায় টহল দেন।
এছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শকের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। পরীক্ষার্থীদের সহায়তার জন্য পরীক্ষা কেন্দ্রে 'সাপোর্ট' নামে একটি বুথ খুলেছেন তারা।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বুথে আসা প্রার্থীদের স্বাস্থ্যসেবা সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার, বিশুদ্ধ খাবার পানি ও কলম বিনামূল্যে দিয়েছে পুলিশ।

একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে কোনো পরীক্ষার্থী কোনো সমস্যায় পড়লে বা ভুল কেন্দ্রে পৌঁছালে সাপোর্ট টিমের সাহায্যে তাদেরকে দ্রুত সঠিক কেন্দ্রে পাঠানো হয়।
আজ ৩টি পুলিশ পিকআপ ও ১০টি মোটরসাইকেলসহ সাপোর্ট টিম প্রায় ১৫ জন শিক্ষার্থীকে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করে।
সাপোর্ট টিমের সহায়তা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একজন হলো উদয়ন স্কুলের ছাত্রী মিম। তার কেন্দ্র ছিল উত্তরা গার্লস স্কুলে, কিন্তু সে ভুল করে চলে যায় উত্তরা বয়েজ স্কুলে। পরে তাকে পুলিশের গাড়িতে করে সঠিক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এছাড়া কিছু শিক্ষার্থী ভুল করে প্রবেশপত্র বাড়িতে রেখে আসায় পুলিশ তাদের বাড়ি থেকে প্রবেশপত্র নিয়ে এসে তাদেরকে সাহায্য করে।
এমনকি যানজটে আটকে পড়া শিক্ষার্থীদের বিশেষ মোটরসাইকেলে করে কেন্দ্রে নিয়ে আসে পুলিশের 'সাপোর্ট' টিম।