বাংলাদেশকে আরও ১.৪ কোটি ডোজ ফাইজারের টিকা উপহার দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ফাইজার ভ্যাকসিনের আরও ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের নেতৃত্বে পরিচালিত মন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।
কোভিড-১৯ ও অন্যান্য বিষয় নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনসহ বিভিন্ন দেশের ২৫ জন পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন।
বৈঠকে করোনার টিকাগুলোকে সব দেশের কাছে সাশ্রয়ী মূল্যে সহজলভ্য করার দাবি তোলে বাংলাদেশ। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বাংলাদেশের মতো স্থানীয়ভাবে টিকা উৎপাদনে সহায়তা ও উৎসাহিত করতেও পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ৭৮ মিলিয়ন ডোজ টিকা প্রদান করেছে। এর মধ্যে ৪৬ মিলিয়ন প্রথম ডোজ এবং ৩২ মিলিয়ন দ্বিতীয় ডোজ হিসাবে দেওয়া হয়েছে।
আবদুল মোমেন বৈঠকে বলেন, 'দেশের সাড়ে ১৬ কোটি মানুষের অন্তত ৮০ শতাংশকে টিকার আওতায় আনার জন্য আরও টিকা জ প্রয়োজন।'
বাংলাদেশে সংক্রমণের হার এখন প্রায় ১ শতাংশ এবং করোনা সংক্রমণে আজ মাত্র একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।