টেকনাফ সীমান্তে ৭৯৮ ভরি স্বর্ণের ৫৬ বারসহ তিন যুবক আটক

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তের কাটাখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের ৫৬টি বার জব্দ করেছেন পালংখালী বিজিবির সদস্যরা। এসব স্বর্ণের ওজন ৭৯৮ ভরি।
এ সময় স্বর্ণপাচারে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্ষ্যং ইউপির কাঁটাখাল ব্রিজ এলাকা থেকে এসব স্বর্ণের বারসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
আটককৃতরা হলেন, কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের সৈকতপাড়ার বাসিন্দা মো. ফয়েজ আহমদের ছেলে মো. মনির আলম (২৬), মো. সৈয়দ নুরের ছেলে মো. নুর আহমেদ (৩৭) ও টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়ার মো. নুরুল আলমের ছেলে মো. মামুনুর রশিদ (২৮)।

লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, 'কয়েকজন চোরাকারবারী অবৈধভাবে বিপুল পরিমাণ স্বর্ণের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে এনে সিএনজি অটোরিকশাযোগে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলেন। বিজিবি সদস্যরা টেকনাফ উপজেলার ২নং হোয়াইক্যং ইউপির কাঁটাখাল ব্রিজ এলাকায় যানবাহন তল্লাশিকালে অটোরিকশাটি থামান। তল্লাশিকালে তিন যাত্রীর আচরণে সন্দেহ হয়। বিজিবি টহলদল তাদের আবারও তল্লাশি করেন।'
'পরে ওই ব্যক্তিদের কোমরে, লুঙ্গির ভাঁজে কৌশলে লুকানো অবস্থায় ৫৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭৯৮ ভরি ও আনুমানিক মূল্য পাঁচ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা,' বলেন তিনি।
আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।