আগামীকাল থেকে ঢাকার ৭ ইন্টারসেকশনে চালু হচ্ছে সেমি-অটোমেটিক সিগনালিং সিস্টেম

রাজধানী ঢাকার শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২টি ইন্টারসেকশনের মধ্যে ৭টি ইন্টারসেকশনে আগামী শনিবার সকাল ৭ টা থেকে সেমি অটোমেটিক সিগনালিং সিস্টেম চালু হচ্ছে। যা আগামী ২ সপ্তাহব্যাপী পাইলটিং কার্যক্রম চলবে।
পরবর্তীতে এর ফলাফলের ওপর ভিত্তি করে বাকি সিগনালগুলোও চালু হবে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
শুক্রবার (২৯ আগস্ট) ডিটিসিএ থেকে পাঠানো এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বৃহস্পতিবার ডিটিসিএ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিটিসিএ বলছে, শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট কোরিডোরের হোটেল ইন্টার কন্টিনেন্টাল, বাংলামটোর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণী, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং জাহাঙ্গীর গেইট- এই সাতটি ইন্টারসেকশন নিয়ে পাইলোটিং করা হবে।
এ লক্ষ্যে ডিএমপির সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা প্রয়োজনীয় প্রশিক্ষণ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সম্পন্ন করেছে।
এসব ইন্টারসেকশনে পুলিশ বক্সের মতো করা হয়েছে। সেখানে কন্ট্রোলার থাকবেন এবং দুজন অপারেটর ট্রাফিক পুলিশ সদস্য ও বুয়েটের প্রতিনিধি থাকবেন।
শুরুতে তারা শিফট আকারে দায়িত্ব পালন করে পরিচালনা করবেন ট্রাফিক সিগন্যাল। তবে এটা অটোমেটিক ও ম্যানুয়ালি দুভাবে অপারেট করা যাবে।
ডিটিসিএ জানায়, পরীক্ষামূলক কার্যক্রমের সময় লিফলেট বিতরণ ও টেলিভিশন প্রচারের মাধ্যমে পথচারী ও ড্রাইভারদের সচেতনতা বাড়ানো হবে।
উল্লেখ্য, হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ২২টি ইন্টারসেকশনে ডিটিসিএ'র সমন্বয়ে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং বুয়েটের পরামর্শে ২২টি সিগন্যাল স্থাপন কাজ চলমান রয়েছে।
শুক্রবার সকালে ইন্টার-কন্টিনেন্টাল ইন্টারসেকশন থেকে জাহাঙ্গীর গেইট ইন্টারসেকশন পর্যন্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় এর নেতৃত্বে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ঢাকা মেট্রপলিটন পুলিশ এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পাইলটিং কার্যক্রম শুরুর পূর্বে সরেজমিনে পরিদর্শন করেন।