উপকূলে আছড়ে পড়ার আগে আম্পানের সঙ্গে লড়বে সুন্দরবন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একটা বড় অংশ রয়েছে এ জেলায়। সুপার সাইক্লোন হয়ে ঘূর্ণিঝড় আম্পান ১৫০-১৬০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে সাতক্ষীরার উপকূলে। সঙ্গে থাকবে ১০-১৫ ফুট উচ্চতার জ্বলোচ্ছ্বাস।
উপকূলে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সুন্দরবনে। আম্পানের সঙ্গে প্রথমে লড়বে সুন্দরবন।
সুন্দরবনের আয়তন ১০ হাজার বর্গকিলোমিটার। এরমধ্যে ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার পড়েছে বাংলাদেশে; বাকি ৩ হাজার ৯৮৩ বর্গকিলোমিটার ভারতে। বাংলাদেশ অংশের সুন্দরবনকে পূর্ব ও পশ্চিম বন বিভাগ নামে ভাগ করা হয়েছে। বাগেরহাট ও বরিশাল অংশ পূর্ব বন বিভাগ এবং খুলনা ও সাতক্ষীরার অংশ পশ্চিম বন বিভাগ নামে পরিচিত।
সাতক্ষীরার জেলার ৩ হাজার ৮৫৮.৩৩ বর্গকিলোমিটার এলাকার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশেরও (১ হাজার ৪৪৫.১৮ বর্গকিলোমিটার) বেশি এলাকাজুড়ে রয়েছে সুন্দরবন।

সাতক্ষীরা-খুলনা অংশের বন কর্মকর্তা বশিরুল আল মামুন জানান, অতীতে আইলা, সিডর, ফণি, বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সুন্দরবন লড়েছে। ঝড়ের আঘাত প্রথমদিকে সুন্দরবনের ওপরই পড়ে বলে উপকূল ও জনপদ এলাকায় ক্ষয়ক্ষতি কম হয়। এবার তার ব্যতিক্রম ঘটবে না; সুন্দরবন ঝড়ের সঙ্গে লড়ে যাবে।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, বুধবার সন্ধ্যার দিকে সাতক্ষীরার উপকূলে আম্পানের প্রথম আঘাত হানার আশঙ্কা রয়েছে। তার আগে সুন্দরবনের ওপরই প্রথম আঘাত হানবে এটি। তখন গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০ থেক ১৬০ কিলোমিটার। সেই সঙ্গে ৫ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসও থাকবে।
উপকূলবর্তী এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।