ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় আঘাতে সক্ষম বি-২ বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের: প্রতিবেদন
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ১৩ জুন (শুক্রবার) ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি আক্রমণ তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে পুরো অঞ্চলজুড়ে।
ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ঘিরে প্রতিমুহূর্তের সর্বশেষ খবর পেতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে থাকুন
ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই থেকে তিন বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার।
জার্মানির বিল্ড পত্রিকায় শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাদের যা মূল্যায়ন, তাতে আমরা ইরানের পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা অন্তত দুই থেকে তিন বছর পিছিয়ে দিতে পেরেছি।'
ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় আঘাতে সক্ষম বি-২ বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের: প্রতিবেদন
যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত দুই থেকে চারটি বি-২ স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে। ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিমান ইরানের অত্যন্ত সুরক্ষিত ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের একটি প্রতিবেদনের বরাত দিয়ে আজ শনিবার এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।
ইসরায়েলি সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কোম শহরের কাছে একটি পাহাড়ের নিচে সুড়ঙ্গের ভেতরে অবস্থিত ফর্দো স্থাপনাটি আগেই লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র বলেন, 'আমাদের যদি হামলার নির্দেশ দেওয়া হয়, আমরা অবশ্যই পদক্ষেপ নেব।'
হারেৎজ জানিয়েছে, বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে অবস্থিত হোয়াইটম্যান এয়ার ফোর্স বেস থেকে পশ্চিম দিকে গুয়াম দ্বীপের উদ্দেশে রওনা হয়েছে। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত দ্বীপ অঞ্চল।
আরও জানানো হয়েছে, তবে বিমানগুলো গন্তব্য পরিবর্তন করে ইরান থেকে প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, বি-২ স্টেলথ বোমারু বিমান ৩০ হাজার পাউন্ড 'বাঙ্কার ব্লাস্টার' বোমা বহনে সক্ষম।
সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম জানিয়েছেন খামেনি: নিউইয়র্ক টাইমস
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি নিহত হন, তাহলে তার উত্তরসূরি নির্বাচনে তিনজন ধর্মীয় নেতার নাম উল্লেখ করেছেন খামেনি। ইরানের জ্যেষ্ঠ তিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
আজ শনিবার নিউইয়র্ক টাইমসের সূত্র দিয়ে আরেক সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, খামেনি তার উত্তরসূরি হিসেবে সম্ভাব্য তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম উল্লেখ করেছেন।
ইরানের সংবিধান অনুযায়ী, কোনো সর্বোচ্চ নেতা মারা গেলে তার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস'- এর। দেশটির ধর্মীয় এই পরিষদের সদস্য ৮৮ জন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ১৯৮৯ সালে এই পরিষদই খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করে।
নিউইয়র্ক টাইমস লিখেছে, খামেনি চান যেন তার মৃত্যুর পর দ্রুত ও সুশৃঙ্খলভাবে ক্ষমতার হস্তান্তর সম্ভব হয়।
গত সপ্তাহে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত এখনই নয়।'
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন। 'তিনি (খামেনি) সহজ লক্ষ্যবস্তু, তবে সেখানে নিরাপদ আছেন। আমরা তাকে অপসারণ (হত্যা) করব না। অন্তত এখনই না'।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে বলেন, খামেনিকে টার্গেট করা হলেও তা সংঘাত বাড়াবে না, বরং 'সংঘাতের অবসান ঘটাবে'।
গত বৃহস্পতিবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ আরও একধাপ এগিয়ে বলেন, 'এ ধরনের একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই।'
শান্তিপূর্ণ উদ্দেশে ইরানের পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে: পুতিন
শান্তিপূর্ণ উদ্দেশে ইরানের পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে স্কাই নিউজ অ্যারাবিয়ার মহাব্যবস্থাপক ও অধিবেশনের সঞ্চালক নাদিম কুতেইচকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
পুতিন বলেন, 'আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ উদ্দেশে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের আছে। বিগত বছরগুলোর মতো এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা প্রস্তুত।'
তিনি আরও বলেন, রাশিয়া যেকোনো দেশেই পারমাণবিক অস্ত্রের বিস্তারে বিরোধিতা জানায়। 'আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) নিশ্চিত করেছে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনে কোনো ধরনের চেষ্টা চালাচ্ছে—এমন কোনো প্রমাণ নেই।'
পুতিন ইরান ও ইসরায়েলকে আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি- এ কথা মস্কো বারবার ইসরায়েলকে বলে এসেছে।
এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাও কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইসরায়েল যে সময় হামলা চালিয়েছে, সে সময় ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি ছিল। তিনি ইরানের 'নিঃশর্ত সমর্পণ' দাবি করেছেন এবং সতর্ক করেছেন যে যুক্তরাষ্ট্র এ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে।
উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে জিসিসি রাষ্ট্রদূতদের উদ্বেগ
ইসরায়েল-ইরান সংঘাতের জের উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) রাষ্ট্রদূতেরা।
আজ শনিবার কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এক বৈঠকে এ উদ্বেগ জানান রাষ্ট্রদূতেরা। তারা পরমাণু স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালালে 'গুরুতর পরিণতি' হতে পারে বলে সতর্ক করেন।
এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় যে তারা ইরানের উপসাগরীয় উপকূলে অবস্থিত রাশিয়া নির্মিত বুশেহর পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। তবে পরে তারা জানায়, ওই মন্তব্য 'ভুলবশত' করা হয়েছিল।
বুশেহর হচ্ছে ইরানের একমাত্র সচল পরমাণু বিদ্যুৎকেন্দ্র। উপসাগরীয় উপকূলে অবস্থিত এ স্থাপনায় হামলা হলে বাতাস ও পানিতে দূষণের আশঙ্কায় দীর্ঘদিন ধরেই উদ্বেগে রয়েছে উপসাগরীয় দেশগুলো।
উল্লেখ্য, উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যভুক্ত রাষ্ট্রগুলো হলো- বাহরাইন, ওমান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।
ইসরায়েলের দিকে ছোড়া ৪০ ড্রোন ভূপাতিত করা হয়েছে: ইসরায়েলি সামরিক বাহিনী
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কমপক্ষে ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, তারা গত রাতে প্রায় ৪০টি ড্রোন আটক করেছে। এক বিবৃতিতে এটি জানিয়েছে, 'গত রাতে ইসরায়েলি বিমানবাহিনী ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া প্রায় ৪০টি ড্রোন ভূপাতিত করেছে।'
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা চালানো হচ্ছে: ইসরায়েল
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে লক্ষ্য কর হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছে তারা।
তবে ঠিক কোন এলাকায় হামলা করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি পোস্টে।
এর কিছুক্ষণ পরই খুজেস্তান প্রদেশের আহবাজ শহর ও মাহশাহর বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
উল্লেখ্য, খুজেস্তান প্রদেশ ইরানের অন্যতম তেল উৎপাদনকারী অঞ্চল। এর রাজধানী আহবাজ।
'ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করবে না': পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের পর মাখোঁ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার ফোনে কথা হয়েছে।
ফোনালাপে তারা ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা দ্রুত করার বিষয়ে একমত হয়েছেন।
মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, 'আমি জোর দিয়ে বলছি—ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করবে না এবং ইরানকেই নিশ্চিত করতে হবে যে তাদের অভিপ্রায় শান্তিপূর্ণ।'
তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করি এ যুদ্ধ থেকে বেরিয়ে আসার এবং বড় ধরনের বিপর্যয় এড়ানোর একটি পথ রয়েছে।'
অন্যদিকে, মাসুদ পেজেশকিয়ান বারবার বলেছেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। তবে দেশটি শান্তিপূর্ণ উদ্দেশে পারমাণবিক গবেষণা ও জ্বালানির অধিকার নিশ্চিতভাবে সংরক্ষণ করবে।
কুদস ফোর্সের সেকেন্ড কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের সেকেন্ড কমান্ডার বেহনাম শাহরিয়ারিকে হত্যার দাবি করেছে ইসরায়েল।
আজ শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, গত রাতের হামলায় ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ইরানে একটি চলন্ত গাড়িতে থাকা শাহরিয়ারিকে হত্যা করেছে।
বিবৃতিতে দাবি করা হয়েছে, শাহরিয়ারি ইরান থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন। তিনি বহু বছর ধরে বিভিন্ন সংগঠনকে অস্ত্র দিয়ে সহায়তা করেছেন।
ইস্পাহানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা করা হয়েছে: ইসরায়েল
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা হামলার ভিডিও ও ছবি প্রকাশ করেছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আবিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, 'ইসফাহানের পারমাণবিক স্থাপনাটি দেখতে এমনই, যেখানে ইউরেনিয়াম রূপান্তরের কাজে ব্যবহৃত হয়। এটা পারমাণবিক অস্ত্র তৈরির পথের পরবর্তী ধাপ।'
তিনি আরও বলেন, 'বিমান বাহিনী কেন্দ্রীয় স্থাপনা ও সেন্ট্রিফিউজ উৎপাদনের জন্য ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। আমরা ইরানের পারমাণবিক প্রকল্পে হামলা অব্যাহত রেখেছি।'
নতুন 'সাইকস-পিকো বন্দোবস্তের' বিরুদ্ধে এরদোয়ানের হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের নতুন নীল নকশার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি মনে করেন, পশ্চিমারা কুখ্যাত সাইকস-পিকো চুক্তির নয়া বন্দোবস্ত নিয়ে এগোচ্ছে।
আজ শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে তিনি বলেন, "আমাদের অঞ্চলে নতুন কোনো সাইকস-পিকো বন্দোবস্তের প্রতিষ্ঠা আমরা মেনে নেব না, যেখানে সীমান্তরেখা টানা হবে রক্ত দিয়ে।"
এসময় তিনি জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইরানের জনগণের অদম্যতার ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, "আমরা নিঃসন্দেহ—ইরানি জনগণ তাদের পারস্পরিক সংহতি ও কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনার দৃঢ় অভিজ্ঞতার মাধ্যমে এই দিনগুলো অতিক্রম করবে।"
প্রথম মহাযুদ্ধের সময় তুরস্ক অক্ষশক্তির পক্ষে যোগ দেয়। কিন্তু তারও আগে থেকেই চলছিল ওসমানীয় বা অটোমান সাম্রাজ্যকে নিজেদের মধ্যে ভাগাভাগি করতে নিতে পশ্চিমাদের গোপন পরিকল্পনা। কিন্তু, তুরস্ক অক্ষশক্তির পক্ষে যোগ দিলে ১৯১৬ সালের ১৬ মে ইংল্যান্ড ও ফ্রান্স লন্ডনে এক গোপন চুক্তি করে।
আনুষ্ঠানিকভাবে এ চুক্তি এশিয়া মাইনর চুক্তি হিসেবে পরিচিত। কূটনীতিক মার্ক সাইকস ও ফ্রাঁসোয়া জর্জ পিকো ছিলেন এর মূল কারিগর। পরবর্তীকালে এই চুক্তিই সাইকস-পিকো চুক্তি নামে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে কুখ্যাতি লাভ করে।
এ চুক্তির দৌলতেই যুদ্ধশেষে মধ্যপ্রাচ্যের ওপর ফ্রান্স ও ইংল্যান্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়।
ইরানের পরমাণু আলোচনা ভেস্তে দেওয়াই ইসরায়েলি হামলার লক্ষ্য: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে ইরানে ইসরায়েলি হামলা মূলত সেই আলোচনাকে নস্যাৎ করার উদ্দেশেই চালানো হয়েছে। এ থেকে এটাই স্পষ্ট হয় যে ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান চায় না।
ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠকে দেওয়া বক্তব্যে এরদোয়ান ইসরায়েলের ওপর প্রভাব রাখতে সক্ষম এমন দেশগুলোকে ইসরায়েলের 'বিষে' কান না দেওয়ার এবং আলোচনার মাধ্যমে এ সংঘাতের সমাধান খোঁজার আহ্বান জানান।
এরদোয়ান মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা জোরদার করে।
এদিকে বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ ইস্তাম্বুলে পৌঁছেছেন। তিনি ইসরায়েলের সঙ্গে তেহরানের ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আলোচনার জন্য ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ইস্তাম্বুলে গিয়েছেন।
ওআইসির এই বৈঠকে প্রায় ৪০টি দেশের কূটনীতিকরা অংশ নিচ্ছেন।
আরাগচি গতকাল শুক্রবার জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে তিনি বলেছিলেন, ইসরায়েল হামলা বন্ধ না করলে তিনি কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত নন।
একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের গণমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের অনুরোধে ইস্তাম্বুলে ওআইসির সব সদস্যের অংশগ্রহণে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের মতে, আজ স্থানীয় সময় সন্ধ্যায় এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসরায়েলি হামলায় ৪০০ ইরানি নিহত, আহত ৩,০৫৬: ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৪০০ জনেরও বেশি ইরানি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন তিন হাজার ৫৬ জন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা হোসেইন কেরমানপুর এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তিনি বলেছেন, নয় দিনের হামলায় ৫৪ জন নারী ও শিশুসহ ৪০০ জনেরও বেশি ইরানি নিহত এবং তিন হাজার ৫৬ জন আহত হয়েছেন।
কেরমানপুর আরও জানিয়েছেন, হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
তিনি জানান, আহতদের মধ্যে দুই হাজার ২২০ জনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল থেকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, ২৩২ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও এ সময়ের মধ্যে সারাদেশে আহত ৪৫৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে।
'যুক্তরাষ্ট্র আগ্রাসনে যোগ দিলে তা সবার জন্যই হবে অত্যন্ত ভয়াবহ': আব্বাস আরাগচি
তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি চলমান আগ্রাসনে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়, তাহলে তা শুধু ইরানের জন্য নয়, বরং 'সবার জন্য অত্যন্ত ভয়াবহ' হবে।
তিনি বলেন, 'আমরা কূটনীতিতে ফিরে আসতে চাই, কিন্তু সেটি সম্ভব হবে তখনই, যখন এই আগ্রাসন বন্ধ হবে। যখন আমাদের জনগণ মার্কিন সমর্থনে বোমার নিচে থাকে, তখন আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে পারি না।'
আরাগচির অভিযোগ, যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই হামলায় জড়িত রয়েছে, যদিও তারা তা অস্বীকার করে আসছে। তিনি বলেন, 'তারা বারবার বলে তারা জড়িত নয়। কিন্তু আমাদের কাছে বহু প্রমাণ আছে যে, এই আগ্রাসনের শুরু থেকেই তারা এতে অংশ নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলোও এই বিষয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমরা দুঃখজনকভাবে জানতে পেরেছি, যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে যোগ দিতে পারে। সেটি হলে তা হবে অত্যন্ত দুঃখজনক এবং সবার জন্য বিপজ্জনক।'
মুসলিম নেতাদের সাথে বৈঠকে অংশ নিতে ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর এক বৈঠকে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম।
বৈঠক সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, 'এই বৈঠকে ইরানের প্রস্তাব অনুযায়ী আমাদের দেশের ওপর জায়নবাদী শাসকগোষ্ঠীর [ইসরায়েল] হামলার বিষয়টি বিশেষভাবে আলোচিত হবে।'
বৈঠকে প্রায় ৪০টি দেশের কূটনীতিক অংশ নেওয়ার কথা রয়েছে।
ইসরায়েলি হামলায় ইরানের খোররামাবাদে পাঁচজন নিহত
ইরানের খোররামাবাদ শহরে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বরাত দিয়ে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়।
এছাড়া ইরানের নূর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সেনা সদস্য নিহত হয়েছেন।
১৩ জুন থেকে ইসরায়েল যে হামলা শুরু করেছে, তাতে ইরানের বিভিন্ন অঞ্চলের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একইসঙ্গে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা, বেসামরিক স্থাপনা, এমনকি রাষ্ট্রীয় টেলিভিশন ভবনেও হামলা চালিয়েছে ইসরায়েল।
হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩, একজনের অবস্থা আশঙ্কাজনক
ইসরায়েলের হাইফা শহরে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় আহত তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ।
রামবাম হাসপাতালে ভর্তি এই আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের এক মুখপাত্র।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় যারা সামান্য আহত হয়েছিলেন, তাদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ইরানের রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
তাদের ভাষ্য অনুযায়ী, নিহত কমান্ডারের নাম আমিন পোর জোদখি। তিনি আইআরজিসির দ্বিতীয় ইউএভি (ড্রোন) ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছিলেন।
ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ১৩ জুন সংঘাত শুরুর সময় ড্রোন ইউনিটের এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করার পর জোদখি আরও গুরুত্বপূর্ণ ও উঁচু পদে আসীন হন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে থাকেন।
উল্লেখ্য, চলমান ইসরায়েল-ইরান উত্তেজনায় ড্রোন একটি উল্লেখযোগ্য অস্ত্র হলেও এগুলোর সামরিক কার্যকারিতা তুলনামূলকভাবে সীমিত—কারণ বেশিরভাগ ড্রোনই গন্তব্যে পৌঁছানোর আগেই গুলি করে নামিয়ে ফেলা হয়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন, এসব ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে বিপুল পরিমাণ মানবসম্পদ ও প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করতে হচ্ছে, যা সামগ্রিক নিরাপত্তা ও সামরিক খরচে বড় প্রভাব ফেলছে।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না—ইসরায়েলকে বারবার আশ্বস্ত করেছি: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না—এ কথা রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে। রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে আল জাজিরা।
পুতিনের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালককে প্রকাশ্যে ভর্ৎসনা করে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না—তুলসি গ্যাবার্ডের এমন মন্তব্য ছিল 'ভুল'।
এর আগেই রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়া একাধিকবার দিয়েছে এবং প্রেসিডেন্ট পুতিন এ বিষয়ে ব্যক্তিগতভাবে আগ্রহ প্রকাশ করেছেন।
হামলা বন্ধ না হলে আলোচনা নয়: ইরান
ইসরায়েলের চলমান হামলা অব্যাহত থাকলে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যখন ইরানের সঙ্গে 'দীর্ঘস্থায়ী' সংঘাতের সতর্কবার্তা দিলেন, সেই মুহূর্তেই এই ঘোষণা এল।
জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে ইউরোপীয় কূটনীতিকরা তাকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এয়াল জামির এক ভিডিও ভাষণে বলেন, সামনে 'কঠিন দিন' আসছে এবং তার দেশকে 'দীর্ঘস্থায়ী লড়াইয়ের' জন্য প্রস্তুত থাকতে হবে।
আরাগচি বলেন, ইসরায়েলের 'আগ্রাসন বন্ধ হওয়ার পরই' কেবল কূটনীতির পথে এগোনোর জন্য তৈরি ইরান।
তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইরান তাদের 'আইনসম্মত আত্মরক্ষার অধিকার প্রয়োগ' অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
'আমি স্পষ্টভাবে বলছি: ইরানের প্রতিরক্ষা-সক্ষমতা নিয়ে কোনো দরকষাকষি হবে না,' বলেন তিনি।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত অভিযোগ করেন, ইরান 'গণহত্যামূলক উদ্দেশ্য' নিয়ে চলছে এবং একটি স্থায়ী হুমকি হয়ে আছে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করতে না পারার আগপর্যন্ত আক্রমণ থামাবে না ইসরায়েল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্ভাব্য মার্কিন বিমান হামলা এড়াতে ইরানের হাতে 'সর্বোচ্চ দুই সপ্তাহ' সময় আছে। অবশ্য বৃহস্পতিবার ঘোষিত ১৪ দিনের সময়সীমার আগেই সিদ্ধান্ত নিতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি সাংবাদিকদের বলেন, 'আমি ওদের সময় দিচ্ছি—সর্বোচ্চ দুই সপ্তাহ।' সবাই 'সুবিবেচকের মতো আচরণ করে কি না', সেটা দেখাই তার এ সময় দেওয়ার লক্ষ্য বলে জানান তিনি।
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইইউয়ের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আরাগচির বৈঠলকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট।
'ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না,' বলেন ট্রাম্প। 'ওরা আমাদের সঙ্গেই কথা বলতে চায়। ইউরোপ এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না।'
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, মধ্যপ্রাচ্যে এক ভয়ানক ও অনিশ্চিত সংকট তৈরি হয়েছে, অথচ যুক্তরাষ্ট্র এর সমাধানে 'অল্প সময়' দিয়েছে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারোত জানান, ইউরোপীয় নেতারা ইরানকে প্রস্তাব দিয়েছেন, তারা যেন যুদ্ধবিরতির অপেক্ষা না করে যুক্তরাষ্ট্রসহ সব পক্ষের সঙ্গে আলোচনায় বসে।
ব্যারোত আরও বলেন, সামরিক উপায়ে ইরানের পারমাণবিক সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। ইরানে শাসন পরিবর্তন চাপিয়ে দেওয়ার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি।
তুলসি গ্যাবার্ডের তথ্য 'ভুল', ইসরায়েলকে থামানো 'খুব কঠিন' হতে পারে: ট্রাম্প
শুক্রবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড যে মন্তব্য করেছিলেন, সেটি 'ভুল'। পাশাপাশি ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পথ সুগম করতে ইসরায়েলের হামলা বন্ধ করাটা 'খুব কঠিন' হবে।
সম্প্রতি ট্রাম্প প্রকাশ্যে ইরানের ব্যাপারে আরও কড়া অবস্থান নিয়েছেন। ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলের নিচে অবস্থিত ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না, সে সিদ্ধান্ত নিতে তিনি সময় নিচ্ছেন। এই কেন্দ্রটি এতটাই সুরক্ষিত যে, যুক্তরাষ্ট্রের 'বাংকার-বাস্টার' বোমা ছাড়া অন্য কোনো অস্ত্র দিয়ে এ স্থাপনা ধ্বংস করা অসম্ভব বলে মনে করা হয়।
নিউ জার্সিতে এক অনুষ্ঠানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, তুলসি গ্যাবার্ড মার্চে কংগ্রেসে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস—ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'তাহলে আমার গোয়েন্দা কমিউনিটি ভুল। গোয়েন্দা কমিউনিটির কে এই কথা বলেছে?'
এই মন্তব্য গাবার্ডের জানানোর পর ট্রাম্প সংক্ষেপে বলেন, 'তিনি ভুল বলেছেন।'
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গ্যাবার্ড বলেন, বিভ্রান্তি তৈরি করার জন্য তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
গ্যাবার্ড লেখেন, 'আমেরিকার কাছে গোয়েন্দা তথ্য আছে যে, ইরান চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই স্পষ্ট করেছেন, এটি হতে দেওয়া যাবে না—এবং আমি তার সঙ্গে একমত।'
পাল্টাপাল্টি হামলা
শুক্রবার রাতেই সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র মজুতাগার ও উৎক্ষেপণ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে। এর আগে ইরান মধ্য ইসরায়েল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইসরায়েলের তেল আবিব শহরের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন খবরে বলা হয়েছে, শ্র্যাপনেল পড়ে ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি ভবনে আগুন ধরে যায়।
ইরানের কুম শহরে আবাসিক ভবনে হামলা, কিশোরসহ নিহত ২
শনিবার ইরানের কুম শহরে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন চারজন। ভবনের চতুর্থ তলায় আঘাত হানে ওই হামলা।
কুম শহর ইরানের সুরক্ষিত ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত।
কুমে নিহত দুজনের মধ্যে ১৬ বছর বয়সি এক কিশোর রয়েছে।
ইরান নিয়ে নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি দোষারোপ
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের ওপর সংঘাতের দায় চাপাতে থাকে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি তার দেশে ইসরায়েলের আগ্রাসনের সমর্থনে ইসরায়েল ও তার মিত্রদের তথাকথিত 'অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকি'র (ইরানের তরফে) যুক্তিকে সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত বলে বর্ণনা করেন।
ইরানি রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলকে এমন একটি দেশ, যারা নিরপরাধ মানুষ হত্যা ও অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলের হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন।
জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান 'ভুক্তভোগী সেজে নাটক করছে'। তিনি ইরাভানিকে করে বলেন, 'আপনারা কী করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা চাওয়ার সাহস পান, যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি?'
ইরানে নতুন করে হামলা
ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নতুন হামলার তথ্য জানানোর কিছুক্ষণ পরই মধ্য ইরানের ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসফাহানে ইরানের বৃহত্তম পরমাণু গবেষণা কমপ্লেক্স রয়েছে। এর আগেও এ কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
সূত্র: বিবিসি, আল জাজিরা, এপি, আনাদোলু, আরব নিউজ, সিএনএন
