Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 22, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 22, 2025
প্রাচীন চীনাদের যেসব আবিষ্কার মানুষ আজও ব্যবহার করে!

ফিচার

টিবিএস ডেস্ক
06 February, 2022, 03:50 pm
Last modified: 06 February, 2022, 04:02 pm

Related News

  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে
  • বুনো ঘোড়া কীভাবে মানুষের বাহন হলো, জানাল প্রাচীন ডিএনএ
  • গাছের শব্দে সাড়া দেয় মথ, এড়িয়ে চলে বেশি ‘কোলাহলপূর্ণ’ বৃক্ষ
  • পুরনো ফোন-ল্যাপটপ থেকে সোনা পাওয়ার উপায় আবিষ্কার বিজ্ঞানীদের
  • ভারতের উচ্চশিক্ষা: গবেষণা ও প্রকাশনায় জালিয়াতি চরমে

প্রাচীন চীনাদের যেসব আবিষ্কার মানুষ আজও ব্যবহার করে!

মানুষকে চিরকাল বাঁচিয়ে রাখবে এমন রাসায়নিক দ্রব্য উদ্ভাবন করতে গিয়ে গানপাউডার তৈরি করে ফেলেন প্রাচীন চীনা রসায়নবিদেরা। তবে উল্লেখ্য যে চীনারা এই গানপাউডার অস্ত্রের মধ্যে নয়, বরং আতশবাজি ফোটাতে ব্যবহার করতো।
টিবিএস ডেস্ক
06 February, 2022, 03:50 pm
Last modified: 06 February, 2022, 04:02 pm
'স্প্রিং ল্যান্টার্ন ফেস্টিভ্যাল'- এর মাধ্যমে নতুন বছরকে স্বাগতম জানায় চীনারা। ছবি: সংগৃহীত

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অগ্ররসরমান দেশগুলোর নাম যদি নিতে হয়, তাহলে অবধারিতভাবেই চীনের নাম চলে আসে সেই তালিকায়। চীন এমন একটি দেশ যেখানে অসংখ্য শিল্পকেন্দ্রিক বিশাল বিশাল শহর যেমন রয়েছে, তেমনই আধুনিক সুযোগ-সুবিধা্র ছোঁয়াবিহীন প্রত্যন্ত গ্রামাঞ্চলও রয়েছে।

শুধু তাই নয়, চীন বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি। দেশটির দীর্ঘ ইতিহাসই এ অঞ্চলের মানুষকে নানা রকম আবিষ্কারে উদ্বুদ্ধ করেছে; যার অনেকগুলো এখনো আমরা ব্যবহার করে চলেছি।

প্রাচীন চীনা নাগরিকদের অসাধারণ সব জ্ঞানের কারণে আমাদের বর্তমান জীবন অনেকাংশে সহজ হয়ে গিয়েছে। আজ পাঠকের সামনে তুলে ধরা হলো চীনাদের তেমনই কিছু আবিষ্কারের গল্প।

লন্ঠন

আকাশে বিশালাকার ফানুস উড়তে দেখার দৃশ্য কতটা সুন্দর, তা আমাদের অজানা নয়। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে আজও যেমন এগুলো ব্যবহৃত হয়, ঠিক একই উদ্দেশ্য নিয়েই প্রাচীন চীনে তৈরি হয়েছিল লন্ঠন।

একটা হট এয়ার বেলুন যেভাবে কাজ করে, এসব পেপার লন্ঠনও একইভাবে কাজ করে। লন্ঠনের নিচের দিকে ছোট্ট সুতলিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ভেতরে গরম হয়ে ওঠে। যেহেতু গরম বাতাসের ঘনত্ব ঠান্ডা বাতাসের চাইতে বেশি, তাই পেপার লন্ঠন হাওয়ায় ভাসতে থাকে। বাইরের বাতাসের চেয়ে লন্ঠনের ভেতরের বাতাস যতক্ষণ পর্যন্ত উত্তপ্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এটি উপরের দিকে উঠতে থাকবে।

ঘুড়ি

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশেই ঘুড়ি ওড়ানো নিয়ে রীতিমতো আলাদা উৎসব হয়ে থাকে। কিন্ত আপনি কি জানেন, শুরুর দিকে শুধু ধর্মীয় উৎসব উপলক্ষে ঘুড়ি ওড়ানোর প্রচলন ছিল। কিন্তু পরে তা ছেলেবুড়ো সবার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।

ঘুড়ি বানানোর আইডিয়া থেকে পরবর্তীতে বিশালাকার হিউম্যান গ্লাইডার বানানোর ধারণাটি আসে, যদিও এর পেছনে এক অন্ধকার ইতিহাসও আছে। গ্লাইডার বানানোর প্রথম দিকে এগুলো কয়েদিদের দিয়ে পরীক্ষা করানো হতো। তাদেরকে গ্লাইডারের মধ্যে স্ট্র্যাপ দিয়ে বাঁধা হতো এবং উঁচু পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়া হতো। কিন্তু সেই সব পরীক্ষাই সফল হয়েছিল কিনা তা কি আমরা জানি?

কম্পাস 

দিক নির্ণয়ে কম্পাসের প্রয়োজনীয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই দিক নির্ণয়ের কাজ ইলেক্ট্রনিক্যালি করা হলেও, আজও কম্পাসের ব্যবহার ফুরিয়ে যায়নি।
চীনারা যখন কম্পাস উদ্ভাবন করে তখন এর মূল উদ্দেশ্য ছিল, তারা যেন তাদের বাড়িগুলো দক্ষিণ দিকে মুখ করেই তৈরি করে। দক্ষিণা বাতাস উপভোগ করাই ছিল এমন চিন্তার কারণ।

সিল্ক

সিল্ক এক মূল্যবান তন্তু, যা আমরা পরিধেয় পোশাক থেকে শুরু করে বিভিন্ন আনুষঙ্গিক ও গৃহসজ্জা সামগ্রীতে দেখতে পাই। ডিম পাড়ার সময়টায় পুরো ছয় সপ্তাহ গুটিপোকারা মালবেরি পাতা খেয়ে বড় হয়। গুটিপোকারা নিজেদের চারদিকে গুটি বোনে এবং তাদের শরীর থেকেই সিল্ক তন্তু বের হয়। একেকটি গুটিপোকা তার নিজের দেহকে ঘিরে ৩০০ ফুট লম্বা সুতা বুনতে পারে। প্রাচীন চৈনিকেরা এসব গুটিপোকা উৎপাদন করতো এবং গুটিগুলো পানিতে সেদ্ধ করে সুতা ছাড়াতো।

বহুকাল ধরে চীনারা গুটিপোকা থেকে সিল্ক সুতা আবিষ্কারের এই পদ্ধতি গোপন রেখেছিল, ফলে বিশ্বব্যাপী তারাই হয়ে ওঠে সিল্ক সুতার একচ্ছত্র অধিপতি। অন্যান্য দেশ তখন স্বর্ণের বিনিময়ে এই সুতা কিনে নিয়ে যেতো। সিল্ক সুতা তৎকালীন অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল।

গানপাউডার

মানুষকে চিরকাল বাঁচিয়ে রাখবে এমন রাসায়নিক দ্রব্য উদ্ভাবন করতে গিয়ে গানপাউডার তৈরি করে ফেলেন প্রাচীন চীনা রসায়নবিদেরা। গানপাউডার নামক সেই বস্তু আজ মহামূল্যবান এক পদার্থ।

তবে উল্লেখ্য যে চীনারা এই গানপাউডার অস্ত্রের মধ্যে নয়, বরং আতশবাজি ফোটাতে ব্যবহার করতো। কিন্তু গোলাবারুদ হিসেবে অস্ত্রের মধ্যে এটি ব্যবহারের উপায় প্রথম আবিষ্কার করে ইউরোপীয়রা।

কাগজ

কাগজ আবিষ্কারকে বলা হয় মানবসভ্যতার সবচেয়ে যুগান্তকারী ও প্রভাবশালী একটি আবিষ্কার। প্রায় ২০০০ বছর আগে চীনা বিচার দরবারের এক কর্মকর্তা প্রথম কাগজ আবিষ্কার করেন বলে প্রচলিত রয়েছে। তিনি মালবেরি গাছের ছাল, শণ এবং ছেঁড়া কাপড়ের অংশ ইত্যাদি পানির সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করেন। এরপর সেই মিশ্রণকে পাতলা শিটে পরিণত করে শুকিয়ে নিয়ে কাগজে পরিণত করেন।

সিসমোগ্রাফ (ভূমিকম্পের মাত্রা ও বিস্তারিত জানার যন্ত্র)

আধুনিককালে ভূমিকম্প মাপার যন্ত্র বলে আমরা যেটিকে চিনি, ১৮৪৮ আলের আগপর্যন্ত সেটির অস্তিত্ব ছিল না। কিন্তু চীনারা তারও কয়েক হাজার বছর আগে নিজস্ব ঘরানায় সিসমোগ্রাফ তৈরি করেছিল, এবং তাদের আবিষ্কার বর্তমানের চাইতেও বেশি শৈল্পিক ছিল!

৬ ফুট চওড়া একটি কেটলির বাইরে মেটালের তৈরি ৮টি ড্রাগন এবং ড্রাগনগুলোর প্রতিটির মুখে একটা করে ব্রোঞ্জের তৈরি বল, এই ছিল চীনাদের সিসমোগ্রাফের কাঠামো। ড্রাগনগুলোর নিচে একটি করে ব্যাঙ আকৃতির বস্তু বানানো হয়েছিল। ভূমিকম্প হলে তার কম্পনে ড্রাগনের মুখের বল ওই ব্যাঙ এর মুখে পড়তো এবং এর শব্দ মানুষকে সতর্ক করে দিতো।

প্রাচীন চীনের রয়েছে এরকম আরও বহু আবিষ্কার যা আধুনিক যুগের আবিষ্কারগুলোর পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে বলে মনে হওয়া অস্বাভাবিক নয়। উল্লিখিত আবিষ্কারগুলো ছাড়াও রয়েছে কাগজের টাকা, ছাতা, আবাকাস, পোর্সেলিন, নৌকার রাডার, চা, ঘড়ি, টাইপ মেশিন, লোহা গলানো, রকেট, ব্রোঞ্জ, টুথব্রাশসহ আরও বহু জিনিস।

সূত্র: কলাম্বিয়া ডেইলি ট্রিবিউন

Related Topics

টপ নিউজ

চীনা সভ্যতা / প্রাচীন / আবিষ্কার / আধুনিক যুগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একীভূত হতে চলা পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতে যে পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (বামে), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (ডানে)। ছবি: সংগৃহীত
    ৩২ বছরে প্রথমবার শীর্ষ তিনের বাইরে অক্সফোর্ড-কেমব্রিজ, টানা দ্বিতীয়বার সেরা এলএসই
  • নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কোলাজ: টিবিএস
    শ্রমিকদের বেতন মেটাতে সম্পত্তি বিক্রি করছে নাসা গ্রুপ, চেয়ারম্যানের পাওয়ার অব অ্যাটর্নি সই
  • চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সমুদ্রপথে আম-কাঁঠালের বিদেশযাত্রা: কৃষিপণ্য রপ্তানিতে নতুন দিগন্ত

Related News

  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে
  • বুনো ঘোড়া কীভাবে মানুষের বাহন হলো, জানাল প্রাচীন ডিএনএ
  • গাছের শব্দে সাড়া দেয় মথ, এড়িয়ে চলে বেশি ‘কোলাহলপূর্ণ’ বৃক্ষ
  • পুরনো ফোন-ল্যাপটপ থেকে সোনা পাওয়ার উপায় আবিষ্কার বিজ্ঞানীদের
  • ভারতের উচ্চশিক্ষা: গবেষণা ও প্রকাশনায় জালিয়াতি চরমে

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

একীভূত হতে চলা পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতে যে পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক

2
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (বামে), কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (ডানে)। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩২ বছরে প্রথমবার শীর্ষ তিনের বাইরে অক্সফোর্ড-কেমব্রিজ, টানা দ্বিতীয়বার সেরা এলএসই

3
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

শ্রমিকদের বেতন মেটাতে সম্পত্তি বিক্রি করছে নাসা গ্রুপ, চেয়ারম্যানের পাওয়ার অব অ্যাটর্নি সই

4
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের বর্ধিত শুল্ক এক মাসের জন্য স্থগিত: নৌপরিবহন উপদেষ্টা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সমুদ্রপথে আম-কাঁঠালের বিদেশযাত্রা: কৃষিপণ্য রপ্তানিতে নতুন দিগন্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net