Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 28, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 28, 2025
শতবর্ষ আগেই প্রস্তুত ছিল কলকাতার আন্ডারওয়াটার রেলপথের নকশা!

ফিচার

টিবিএস ডেস্ক
15 June, 2023, 11:35 am
Last modified: 16 June, 2023, 06:34 pm

Related News

  • ৩,২৫০ কোটি রুপিতে কলকাতার অন্যতম বড় শপিং মল সাউথ সিটি কিনে নিল মার্কিন প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন
  • বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান
  • বিশ্বের দীর্ঘতম ট্রেনযাত্রা, কিন্তু শেষ করতে পারেনি কেউই 
  • ১৫ ঘণ্টা পর ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক
  • আড়াই হাজার বছরের তক্ষশীলা: ইতিহাসের অতলে হারানো এক আধুনিক নগর

শতবর্ষ আগেই প্রস্তুত ছিল কলকাতার আন্ডারওয়াটার রেলপথের নকশা!

হার্লে ডালরিম্পল কলকাতায় মাটির নিচে ১০.৬ কিলোমিটারের রেলপথ তৈরির পরিকল্পনা নিয়েছিলেন। এটি হুগলি নদীর নিচ দিয়ে গিয়ে হাওড়াকে কলকাতার সঙ্গে যুক্ত করবে — এমনটাই ছিল উদ্দেশ্য। মোট ১০টি স্টেশন রাখার পরিকল্পনা করেন হার্লে। তবে তহবিল সংকট ও শহরের মাটির ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে সন্দেহের কারণে পরিকল্পনাটি তখন বাস্তবায়িত হয়নি। বিস্তারিত জানিয়েছে বিবিসি।
টিবিএস ডেস্ক
15 June, 2023, 11:35 am
Last modified: 16 June, 2023, 06:34 pm
১৮৪৩ সালে চালুর পর পথচারীদের অন্যতম আকর্ষণে পরিণত হয় টেমস টানেল; ছবি: সায়েন্স অ্যান্ড সোসাইটি পিকচার লাইব্রেরি

চলতি বছরের ডিসেম্বরেই কলকাতাবাসী হয়তো প্রথমবার নদীর তলদেশ দিয়ে চলা মেট্রোরেলে চড়ার স্বাদ পেতে চলেছেন। তবে অনেকেই জানেন না, একশ বছরেরও বেশি সময় আগে বাঙালি বংশোদ্ভুত ব্রিটিশ প্রকৌশলী স্যার হার্লে ডালরিম্পল-হে কলকাতায় ভূগর্ভস্থ রেলপথের নকশা তৈরি করেছিলেন। সে সময় এমন রেলপথের ধারণা উচ্চাভিলাষী মনে হলেও এখন তা বাস্তব সত্য।

হার্লে ডালরিম্পল কলকাতায় মাটির নিচে ১০.৬ কিলোমিটারের রেলপথ তৈরির পরিকল্পনা নিয়েছিলেন। এটি হুগলি নদীর নিচ দিয়ে গিয়ে হাওড়াকে কলকাতার সঙ্গে যুক্ত করবে — এমনটাই ছিল উদ্দেশ্য। মোট ১০টি স্টেশন রাখার পরিকল্পনা করেন হার্লে। তবে তহবিল সংকট ও শহরের মাটির ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে সন্দেহের কারণে পরিকল্পনাটি তখন বাস্তবায়িত হয়নি।

তবে শেষ পর্যন্ত প্রথম ভারতীয় শহর হিসেবে কলকাতাতেই মেট্রোরেল চালু হয় ১৯৮৪ সালের অক্টোবরে। পাঁচ স্টেশনের রেলপথটি ছিল ৩.৪ কিলোমিটারের। আজ কলকাতার মেট্রোরেলের স্টেশন সংখ্যা ২৬। আর রেলপথ ৩১ কিলোমিটার। যার অর্ধেকই চলে মাটির নিচ দিয়ে। চলতি ডিসেম্বরে হুগলী নদীর নিচ দিয়ে প্রথমবার আন্ডারওয়াটার রেলপথও উন্মুক্ত হবে।

নদীর তলদেশে গড়া টানেল দুটি ৫২০ মিটার দীর্ঘ। এটি কলকাতা ও হাওড়াকে যুক্ত করা ৪.৮ কিলোমিটার রেলপথের অংশ। আন্ডারওয়াটার রেলপথটি নদীর তলদেশের ৫২ ফুট নিচে অবস্থিত। উদ্বোধনের পর এই রেলপথ দিয়ে প্রতি ঘণ্টায় তিন হাজার যাত্রী আসা-যাওয়া করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

মেট্রোর এই আন্ডারওয়াটার অংশটি পূর্ব কলকাতার হাওড়া এবং সল্টলেকের মধ্যে একটি দীর্ঘ সংযোগের অংশ, যা হার্লের ১৯২১ সালের নকশার প্রায় প্রতিফলন বলা যায়।

ভারতের প্রথম এবং এশিয়ার মধ্যে পঞ্চম কলকাতার মেট্রো রেলপথ ১৯৮৪ সালের অক্টোবরে যাত্রা শুরু করে। ছবি: এএফপি

তবে হার্লের পরিকল্পনা ছিল আরও বিস্তৃত। তিনি কেবল মেট্রোরেলের নকশা করেননি বরং কলকাতার জন্য তিনি সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড মাস্টারপ্ল্যান তৈরি করেছিলেন, যা মূল কলকাতার অনেক উত্তর ও দক্ষিণ পর্যন্ত বিস্তৃত ছিল।

তিনি ক্যালকাটা টিউব রেলওয়ে নামক একটি বইয়ে এসব বিস্তারিতভাবে তুলে ধরেন। তার নকশাকে কলকাতার রঙিন মানচিত্রের একটি সমৃদ্ধ সংগ্রহ বলা যেতে পারে। বইতে কলকাতার জন্য প্রস্তাবিত মেট্রোরেলের পথ ও টিউব রেলের আনুমানিক খরচও উল্লেখ করা হয়।

এই প্রকৌশলী সব স্টেশনে এস্কেলেটর ও ফ্যান বসানোর সুপারিশ করেন। তিনি উল্লেখ করেন, 'ট্রেনে এবং ভুগর্ভস্থ স্টেশনগুলোতে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখতে পারার প্রশ্নটি ছিল গুরুত্বপূর্ণ। বিশেষ করে বছরের নির্দিষ্ট ঋতুতে কলকাতার ভূপৃষ্টের উচ্চ তাপমাত্রার বিবেচনায় তা ছিল জরুরি।'

হার্লে যখন কলকাতা নিয়ে তার পরিকল্পনার কথা ভাবেন, তখন লন্ডন, প্যারিস এবং নিউইয়র্কে ভূগর্ভস্থ রেলপথ চালু ছিল।
১৮৬৩ সালের ১০ জানুয়ারি লন্ডনে চালু হয় বিশ্বের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল। পেডিংটন (যাকে তখন বিশপস রোড বলা হতো) এবং ফারিংডন স্ট্রিটের মধ্যে সে সময় ট্রেনগুলো চলত।

আর নদীর তলদেশ দিয়ে বিশ্বের প্রথম টানেল 'টেমস টানেল' চালু হয় ১৮৪৩ সালের জানুয়ারিতে। প্রকৌশলী স্যার মার্ক ব্রুনেল ও তার ছেলে ইসামবার্ড এই টানেলের নকশা প্রস্তুত করেন। ব্যস্ত নদীপথের নিচ দিয়ে কার্গো পারাপার করাই ছিল তাদের উদ্দেশ্য। তবে অর্থ সংকটে তাদের কাজ অসম্পূর্ণ থেকে যায় — পথচারীদের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হয় টানেলটি।

এপ্রিলে হুগলি নদীর তলদেশে টানেলের মধ্য দিয়ে একটি মেট্রো রেলের ট্রায়াল চালানো হয়। ছবি: পিটিআই

১৯২১ সালে সড়ক ও পথচারী পারপার বা বিদ্যুৎ ও অন্যান্য সেবা পরিবহনে টেমসের তলদেশ দিয়ে ১০টি টানেল চালু ছিল। সুতরাং ওই সময়ে কলকাতায় হুগলি নদীর তলদেশ দিয়ে টানেল তৈরি কোনো বড় বিষয় ছিল না।

১৮৬১ সালে পশ্চিম বাংলার বীরভূমে জন্ম নেওয়া হার্লে ডালরিম্পল-হে প্রকৌশল নিয়ে পড়ালেখা করেন যুক্তরাজ্যের এডিনবরায়। এরপর তিনি লন্ডন আন্ডারগ্রাউন্ড নামের একটি পরিবহন সংস্থায় যোগ দেন। বেকারলু লাইন, হ্যামস্পটিড টিউব এবং পিকাডিলি লাইন তৈরিতে যুক্ত ছিলেন হার্লে।

তখন কলকতা সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে চলছিল। ব্রিটিশরা কলকাতাতেও টিউব রেল তৈরির সিদ্ধান্ত নেয়। আর সে দায়িত্ব পান স্যার হার্লে।

ব্রিটিশ আমলে কলকাতা তখন আর রাজধানী না থাকলেও ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। হাওড়ায় দ্রুত কারখানা বাড়তে থাকে। কলকাতা ও হাওড়ায় পুরো ভারতবর্ষ থেকে মানুষজন এসে কাজ করতেন। তবে গণপরিবহন ব্যবস্থা ছিল অপর্যাপ্ত। যোগাযোগের একমাত্র পথ ছিল হুগলির ওপর নির্মিত একটি পন্টুন সেতু। নৌকায় চড়েও মানুষজন আসা-যাওয়া করত। বিখ্যাত হাওড়া ব্রিজ চালু হয় ১৯৪৩ সালে।

কলকাতায় পা না রেখেই শহরের জন্য টিউবের নকশা করেন হার্লে। কলকাতার টিউব রেলপথ নির্মাণে ও হাওড়া পৌরসভা সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য পেতে এক সহকারীকের পাঠান তিনি।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন ব্রিটিশ প্রকৌশলী স্যার হার্লে ডালরিম্পল-হে। ছবি: ইনস্টিটিউশনস অভ সিভিল ইঞ্জিনিয়ার্স আর্কাইভ, লন্ডন

হার্লের প্রস্তাবিত রেলপথের প্রথম অংশে পূর্ব কলকাতার বাগামারিকে হাওড়ার বেনারস রোড নামক একটি জায়গাকে যুক্ত করার লক্ষ্য ছিল।

একশ বছর আগের এই প্রকল্পের বাজেট প্রাক্কলন করা হয় ৩৫ লাখ পাউন্ড — অর্থাৎ অনেক বেশি ব্যয়বহুল স্থাপনা হতে যাচ্ছিল এটি।

১৯৪৭ সালের ডিসেম্বরে দ্য ক্যালকাটা মিউনিসিপল গেজেট প্রথম পাতায় শহরের টিউব রেলের স্বপ্নের সমাধি শীর্ষক একটি সংবাদ প্রকাশ করে।

কলকাতার পৌরসভার কাউন্সিলর এক বৈঠকের পর বলেন, সংশ্লিষ্ট খরচ বিবেচনায় তারা (ব্রিটিশরা) ভেবেছিল এলিভেটেড রেলওয়ে বানানোই ভালো হবে। এ ছাড়া কলকাতার পলি ও কাদামাটির কারণে হুগলির নিচে টানেল তৈরি নিয়ে সন্দেহ তৈরি হয়। আর এভাবেই ভারতের প্রথম আন্ডারওয়াটার রেলপথ তৈরির পরিকল্পনার অঙ্কুরে বিনাশ ঘটে।

হার্লের টিউব রেল নির্মাণ কখনো আলোর মুখ না দেখলেও কলকাতায় তিনি নিজের ছাপ রেখে যান। ১৯২৮ সালে শহরের বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি সিইএসসি তাকে কলকাতা থেকে হাওড়ায় বৈদ্যুতিক তার পরিবহনে একটি টানেল তৈরির দায়িত্ব দেয়। তিনি এতে সম্মত হন এবং ১৯৩১ সালে কলকাতা পায় প্রথম আন্ডারওয়াটার টানেল। আর সে টানেলটি এখনো বৈদ্যুতিক তার পরিবহনে ব্যবহৃত হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ভূগর্ভস্থ রেলপথ / আন্ডারওয়াটার মেট্রো টানেল / কলকাতা / রেলপথ / হার্লে ডালরিম্পল / ভারতবর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আদালত চত্বরে কিল-ঘুষি-লাথি
  • সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করে প্রজ্ঞাপন 
  • শুল্ক আলোচনা: ২৫ বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল
  • সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তাসহ দুজন বরখাস্ত
  • প্রথমবারের মতো বৈদেশিক ঋণ পরিশোধ ছাড়িয়েছে ৪ বিলিয়ন ডলার
  • আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে, এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে প্রায় ১৪ গুণ 

Related News

  • ৩,২৫০ কোটি রুপিতে কলকাতার অন্যতম বড় শপিং মল সাউথ সিটি কিনে নিল মার্কিন প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন
  • বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান
  • বিশ্বের দীর্ঘতম ট্রেনযাত্রা, কিন্তু শেষ করতে পারেনি কেউই 
  • ১৫ ঘণ্টা পর ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক
  • আড়াই হাজার বছরের তক্ষশীলা: ইতিহাসের অতলে হারানো এক আধুনিক নগর

Most Read

1
বাংলাদেশ

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আদালত চত্বরে কিল-ঘুষি-লাথি

2
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করে প্রজ্ঞাপন 

3
অর্থনীতি

শুল্ক আলোচনা: ২৫ বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, কাল যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল

4
বাংলাদেশ

সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তাসহ দুজন বরখাস্ত

5
অর্থনীতি

প্রথমবারের মতো বৈদেশিক ঋণ পরিশোধ ছাড়িয়েছে ৪ বিলিয়ন ডলার

6
বাংলাদেশ

আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে, এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে প্রায় ১৪ গুণ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net