ছবির গল্প: পৃথিবীর সবচেয়ে সোনালি হোটেলের অন্দরমহল
ভেতরে ও বাইরে সোনালি সাজে সাজা পৃথিবীর সবচেয়ে সোনালি হোটেল 'দোলচে বাই ওইন্ডহাম হ্যানয় গোল্ডেন লেক' রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে।
হোটেলে এক অনুষ্ঠান চলাকালে ব্যাকস্টেজে এক মডেল
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রয়েছে ভেতরে ও বাইরে সোনালি সাজে সাজা পৃথিবীর সবচেয়ে সোনালি হোটেল 'দোলচে বাই ওইন্ডহাম হ্যানয় গোল্ডেন লেক'।
ছবির সূত্র ধরে বিলাসবহুল এই পাঁচ-তারকা হোটেলের সোনালি রূপের খোঁজ জানা যাক:
স্বর্ণের পরত দেওয়া বাথ শাওয়ার
থালা-বাসনে স্বর্ণের পরত দিচ্ছেন এক রাঁধুনি
অতিথিদের স্বাগত জানাতে লবিতে এক বেলবয়
বাথরুমে স্বর্ণের পরত দেওয়া ট্যাপ
ভেতরে ও বাইরে স্বর্ণখচিত পৃথিবীর প্রথম হোটেল হিসেবে গণ্য করা হয় একে
প্লেট ও ছুরি-চামচে স্বর্ণের পরত
এক অনুষ্ঠান চলাকালে ব্যাকস্টেজে মডেলরা
স্বর্ণের প্রলেপ দেওয়া সিংক
সোনালি রঙা অতিকায় সুইমিংপুল
স্বর্ণের প্রলেপ দেওয়া বাথটাব ও টয়লেট
ভিয়েতনামি ফিন কফি ফিল্টারেও স্বর্ণ-প্রলেপ
- সূত্র: দ্য গার্ডিয়ান/ইপিএ
