কাঠমান্ডুতে পাঁচ তারকা হোটেলও পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

নেপালে জেন-জি'র নেতৃত্বে দুর্নীতিবিরোধী আন্দোলনের সময় গতকাল মঙ্গলবার কাঠমান্ডুতে একটি পাঁচ তারকা হোটেলে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে হোটেলটিতে আগুন জ্বলতে দেখা যায়। আরও দেখা যায়, বহুতল এই ভবনের চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষুব্ধ জনতা কেবল রাজনৈতিক নেতাদের ওপরই হামলাই করেনি, বরং তাদের ঘরবাড়িসহ পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও বিভিন্ন সরকারি সম্পত্তিতেও আগুন দিয়েছে। একপর্যায়ে তারা কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল হিল্টনেও আগুন দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে এক ভারতীয় নারীকে সাহায্য চাইতে দেখা যায়। তিনি বলেন, বিক্ষুব্ধ জনতা রাস্তায় আগুন ধরিয়ে দিচ্ছে, এমনকি পর্যটকরাও রেহাই পাচ্ছেন না।
ভিডিওতে উপাস্থা গিল নামের এই নারীকে বলতে শোনা যায়, এখানকার পরিস্থিতি খুবই খারাপ। রাস্তায় সর্বত্র আগুন দেওয়া হচ্ছে। তারা (বিক্ষুব্ধ জনতা) কাউকে রেহাই দিচ্ছে না, পর্যটক বা যারা কাজের জন্য এখানে এসেছেন, তাদেরও নয়। কোনো চিন্তা না করেই তারা সর্বত্র আগুন দিচ্ছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। আমরা আরেকটি হোটেলে কতক্ষণ থাকতে পারব জানি না। …আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমাদের দয়া করে সাহায্য করুন।
এদিকে, নেপালের সেনাবাহিনী সারাদেশে বিধিনিষেধ ও কারফিউ জারি করেছে। বুধবার স্থানীয় সময় সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে। এছাড়াও কাঠমান্ডুসহ অন্যান্য শহরে সেনা মোতায়েন করা হয়েছে।