মম যখন বলিউডের পুলিশ

বলিউডের ছবিতে অভিনয় শুরু করলেন দেশের চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী জাকিয়া বারী মম। ‘ম্যাক্স কি গান’ নামের এই ছবিটি পরিচালনা করছেন পরিচালক সামিন খান। ছবিটির গল্প লিখেছেন ফয়সাল সাইফ যিনি এই ছবির সহ-প্রযোজকও।
ছবিতে সিবিআই অফিসার হিসেবে অভিনয় করেছেন মম। ছবিতে তার নাম জাকিয়া খান। ছবিটির এখন শুটিং চলছে ভুটানে। সেখান থেকে শুটিংয়ের ফাঁকে ফেসবুকের মাধ্যমে বিজনেস স্ট্যার্ন্ডাডের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।
শুরুতেই তিনি বলেন, “খুব আনন্দ নিয়ে কাজ করছি। খুবই ভালো লাগছে আমার। নতুন টিম, নতুন ফরম্যাট, নতুন জায়গাও। উপভোগ করছি সবকিছু।”
বলিউডের ছবিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের ওখানকার চেয়ে এখানকার কাজের কিছু পার্থক্য রয়েছে। এখানে সবাই খুব পেশাদার। যেটা আমাদের ওখানে একটু কম আছে। মূল কথা, আমাদের দেশে সিস্টেমটা দাঁড়ায়নি। তবে খুব বেশিদিন লাগবে না। আমাদের দেশে দারুণ সব নির্মাতা ও অভিনয়শিল্পীরা আছেন। আমাদের দেশে সিস্টেম দাঁড়ানোর জন্য শুধু সময়ের অপেক্ষা।”
ভুটানে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মম জানান, তাদের পুরো ইউনিটের কল টাইম থাকে সকাল আটটা। এই কারণে সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। ফ্রেশ হয়ে, নাস্তা করে অনস্পটে যেতে হয় আটটার মধ্যে। তারপর একটানা শুটিং। মাঝে লাঞ্চ ব্রেক। শুটিং শেষ হওয়ার টাইমটা থাকে ৯ টায়। অনেক সময় সাড়ে নয়টা বেজে যায়। তারপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে সোজা ঘুম।
‘ম্যাক্স কি গান’ গান ছবির শুটিং শুরু হয়েছে ১২ আগস্ট। কিন্তু মম ইউনিটের সঙ্গে যোগ দিয়েছেন ১৪ আগস্ট। তারপর থেকে টানা শুটিং করছেন। ভুটানের শুটিং শেষ করে পুরো ইউনিট ২৫ আগস্ট চীনে যাবে। সেখানে কাজ শেষ হলে চীন থেকে আগামী সপ্তাহে দেশে ফিরবেন মম। তবে আসছে অক্টোবরে ডাবিং এর জন্য মুম্বাই যেতে হবে তাকে। হিন্দি ভাষায় নির্মিত ছবিটির ডাবিংও দেবেন তিনি। সব কাজ শেষ হলে আগামী বছরের ফ্রেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে ম্যাক্স কি গান।
বলিউডের ছবিতে অভিনয় করতে গিয়ে ভুটান থেকেই নিজের অনুভূতি জানালেন মম।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, “আমি অভিনয় করবো এটা আমার স্বপ্ন ছিল। ছোটবেলা থেকে সেভাবেই নিজেকে তৈরি করেছি। নাচ, গান, অভিনয় শিখেছি। লাক্স চ্যানেল আই সুপারস্টার হয়েছি। এক যুগেরও বেশি সময় ধরে দেশের মিডিয়তে কাজ করছি। এ কারণে আমি সবার কাছে কৃতজ্ঞ। মানুষ ধীরে ধীরে সামনে এগোয়। সেভাবেই সাধনা করে এগিয়েছি। বলিউডের ছবিতে অভিনয় করা আমার সাধনার ফসল।”
জানা গেছে, মম ছাড়াও বলিউডের এই ছবিতে অভিনয় করছেন ভারত ও ভুটানের বেশ কয়েকজন নামি অভিনেতা। এর মধ্যে আছেন, সোনম ম্যাকি পেনজোর, কবিতা রাধেশ্যাম, নিশাত পান্ডে ও অমিতা নানজিয়া।
সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মম বললেন, “তারা দারুণ সহযোগিতা করছেন। আমি যেহেতু ছবির প্রধান চরিত্রে অভিনয় করছি তাই সবাই আলাদাভাবে কেয়ার করছেন।”
২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর থেকে মিডিয়াতে পা রাখেন মম। শুরুতে অভিনয় করেন কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বেন তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে। তারপর বেশ কিছু চলচ্চিত্র ও অসংখ্য নাটকে অভিনয় করেন তিনি। সর্বশেষ ‘ছুঁয়ে দিলে মন’ ও ‘আলতা বানু’ ছবিতে অভিনয় করেছেন তিনি।