‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কদিনের মধ্যেই। প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশের ম্যাচের দিকে তাকিয়ে ছিল তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতলে আশা বেঁচে থাকতো পাকিস্তানের। কিন্তু বাংলাদেশ ম্যাচ হেরে যায়, পাকিস্তানকে সঙ্গে নিয়ে বিদায় নেয় তারা। বাদ পড়ে চরম সমালোচনার মুখে পড়ে পাকিস্তান দল। দেশটির সাবেক ক্রিকেটাররা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমের।
বাবরকে তো 'ভণ্ড' ডাকতেও দুবার ভাবেননি শোয়েব আখতার। সাবেক এই গতি তারকা বিরাট কোহলিকে প্রশংসায় ভাসালেও বাবরকে এক কথায় 'তুলোধুনো' করেন। সব সময়ই কড়া সমালোচনা করা শোয়েব পাকিস্তান দল নিয়েও কথা বলেন। পাকিস্তান দলে তিনি কোনো মেধা দেখেন না। ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলারের মতে, মেধা থাকলে সেটা প্রকাশ পায়। বলে বলে কাউকে মেধাবী হিসেবে প্রমাণ করা যায় না।
পাকিস্তানের ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান, যেখানে অতিথি ছিলেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও শোয়েব। আলোচনার এক পর্যায়ে কথা বলছিলেন হাফিজ। সাবেক এই ওপেনার বলেন, 'মেধা আছে তবে পরিকল্পনার অভাব।' সাথে সাথেই হাফিজকে শোয়েব প্রশ্ন করে বসেন, 'কোন মেধা, কীসের মেধা?' হাফিজ বলতে থাকেন, 'পাকিস্তানে মেধা আছে, তাদের পারফর্ম করাতে হবে। মেধা আছে, তাতে কোনো সন্দেহ নেই।'
হাফিজের সঙ্গে একমত হননি শোয়েব, সাবেক এই পেসার বলতে শুরু করেন, 'আমাদের রিজওয়ান, কোন মেধা সে? প্রতিভা প্রকাশ পায়। কথা নয়, করে দেখাতে হয়। এমনি এমনি কেউ তারকা হয়ে যায় না। উইকেট নিতে হয়, রান করতে হয়। দারুণ সব মেধা আছে, এটা আমি ২০ বছর ধরে শুনছি। আসলে এমন কেউ নেই। থাকলে তো দেখতেই পেতাম।'
বাবর-রিজওয়ান কেউই দলকে পথ দেখাতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯০ বলে ৬৪ রান করে চরম সমালোচিত হন বাবর। ভারতের বিপক্ষে ২৬ বলে ২৩ রান করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। বর্তমান অধিনায়ক রিজওয়ানও প্রচন্ড ধীর গতির ব্যাটিং করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ বলে ৩ রান করে আউট হন তিনি। ভারতের বিপক্ষে রিজওয়ান ৪৬ রান করেন ৭৭ বলে।